ঠিক এক সপ্তাহে আগেই বিশ্বকে আলবিদা জানিয়েছেন ক্রিকেটের সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার ঠিক ৭ দিন পরেই অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন পরে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তাঁর ভাবশিষ্য, অস্ট্রলিয়ার কুইন্সল্যান্ড থেকে উঠে আসা লেগ স্পিনার মিচেল সোয়েপসন।
১২ মার্চ থেকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। তার একদিন আগেই দলের প্রথম একাদশ ঘোষণা করা হয়ে গিয়েছে। প্রথম টেস্টে অজি দলে দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনারের অভাব স্পষ্ট চোখে পড়েছিল। তাই স্পিন সহায়ক করাচির পিচে, জোস হ্যাজেলউডের বদলে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে সুযোগ পেলেন সোয়েপসন। ২৮ বছর বয়সী লেগ স্পিনারের কেরিয়ারে শেন ওয়ার্নের ব়ড় প্রভাব ছিল। তাঁর বোলিং অ্যাকশনের ওপরও ২০১৭-১৮ সালে ওয়ার্নের সঙ্গে কাজ করেছিলেন সোয়েপসন। কিংবদন্তি তারকার মৃত্যুর পর সোয়েপসন ওয়ার্নকে শ্রদ্ধাজ্ঞলি জানিয়ে লেখেন, ‘এই মানুষটাকে আমি আমার ক্রিকেট কেরিয়ারে এত বড় প্রভাব ফেলার জন্য কোনোদিন ঠিকভাবে ধন্যবাদই দিতে পারলাম না।’
২০০৯ সালে ব্রাইস ম্য়াগেইনই অস্ট্রেলিয়ার হয়ে খেলা শেষ বিশেষজ্ঞ লেগ স্পিনার। তারপর এই প্রথম সুযোগ পাচ্ছেন সোয়েপসন। তিনি অবশ্য বহুদিন ধরে ন্যাথন লিয়ঁর ব্যাকআপ হিসাবে অজি স্কোয়াডে রয়েছেন। কিন্তু পাঁচ বছর আগে প্রথমবার অজি টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও এই প্রথমবার অজি দলের হয়ে টেস্টে মাঠে নামার সুযোগ পাচ্ছেন সোয়েপসন। কুইন্সল্যান্ড তারকা সুযোগ পাওয়ায় খুশি প্যাট কামিন্সসহ গোটা অজি দল। এই বিষয়ে অধিনায়ক কামিন্স বলেন, ‘ও একদম চেগে রয়েছে এবং আমরা সকলেই ওর জন্য উচ্ছ্বসিত। গত দুই বছর ধরে ও শুধু মাঠে ড্রিংক্সই নিয়ে এসেছে, তবে এখন ও পুরোপুরি প্রস্তুত। ও না খেললেও দলের অবিচ্ছেদ্য অঙ্গ, তাই শেষমেশ সুযোগ পাওয়ায় আমরা খুব খুশি।’
দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল:-
ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), ন্যাথন লিয়ঁ, মিচেল সোয়েপসন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।