জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের চার বছর পূর্ণ হয়ে গেল। তবু এই নিয়ে তর্কবিতর্ক থামছে না। কাশ্মীরে সন্ত্রাসবাদীদের আক্রমণও চলছে। এই নিয়ে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি কেন্দ্রীয় সরকারকে ফের তীব্র ভাষায় আক্রমণ করেছেন। শনিবার (৫ আগস্ট) আসাদুদ্দিন ওয়েইসি পাকিস্তানের সঙ্গে ভারতের বিশ্বকাপে খেলা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমাদের তিন জন সেনাকে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা নির্মম ভাবে হত্যা করেছে। আর তাদের (পাকিস্তান) সঙ্গেই বিশ্বকাপের ম্যাচ খেলতে চলেছে ভারত। একদিকে পাকিস্তানের সন্ত্রাসীরা আমাদের সেনাদের হত্যা করছে, অন্যদিকে, আমরা আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলার পরিকল্পনা করছি। আর এই বিষয় নিয়ে কোনও হইচই নেই কেন? কারণ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, সেখানে বিজেপি-র সরকার আছে।’
এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি একটি মিডিয়া রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, ‘২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে পর্যন্ত কাশ্মীরে ২৫১টি সন্ত্রাসবাদীদের হামলার ঘটনা ঘটেছে। বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এসব কি হচ্ছে?’
ওয়েইসি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে, ‘এর আগেও ২০২১ সালে আমাদের পাঁচ জন সেনা শহীদ হয়েছিলেন এবং আমরা আবার পাকিস্তানের সাথে ম্যাচ খেলতে গিয়েছিলাম। অথচ ২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারার যে বিধানগুলি ছিল, তা বাতিল করেছিল এবং রাজ্যকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করেছিল।’
আরও পড়ুন: রাহুল-শ্রেয়স ফিট না হলে এশিয়া কাপে তিন নম্বর জায়গা ছাড়তে হতে পারে কোহলিকে
এদিকে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে রয়েছে তীব্র জট। আগামী ১৫ অক্টোবর আমদাবাদে হওয়ার কথা ছিল হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু সেই দিন থেকেই শুরু হচ্ছে নবরাত্রি। যা গুজরাটে এক মহোৎসবের সমান। তাই সেই দিন নিরাপত্তাসহ আরও অনেক ইস্যু ছিল। ফলে সেই দিন ম্যাচের আয়োজন করলে সমস্যা হতে পারত। পরিবর্তিত পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে, একদিন এগিয়ে যেতে পারে ভারত-পাক ম্যাচ। সে ক্ষেত্রে আগামী ১৪ অক্টোবর আয়োজন করা হতে পারে সেই ম্যাচ। তবে আমবাদেই আয়োজিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।
শুধু মাত্র এই ম্যাচই নয়। পাকিস্তানের জন্য সমস্যা আরও বাড়তে পারে। আগামী ৬ অক্টোবর হওয়ার কথা পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। সেই ম্যাচও এগিয়ে যেতে পারে একদিন। অর্থাৎ তা আয়োজন হতে পারে ৫ অক্টোবর। টুর্নামেন্টের প্রথম দিন ৫ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ আয়োজন হওয়ার কথা। পরিবর্তিত সূচিতে ৫ তারিখই ২টি ম্য়াচ আয়োজিত হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।