বাংলা নিউজ > ময়দান > ট্রেনিংয়ে মাথায় চোট, হাসপাতালে ভর্তি করা হল মইনপুত্র আজম খানকে

ট্রেনিংয়ে মাথায় চোট, হাসপাতালে ভর্তি করা হল মইনপুত্র আজম খানকে

পাকিস্তান জার্সিতে আজম খান। ছবি- গেটি ইমেজেস।

সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে আজম খানের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিমধ্যেই পাকিস্তানের সাদা বলের সিরিজ শুরু হয়ে গিয়েছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওযার পর আজ (৩১ জুলাই) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তবে তার আগেই চিন্তায় পাকিস্তান শিবির। দ্বিতীয় ম্যাচের আগে প্রস্তুতিতেই মাথায় বল লাগায় হাসপাতালে ভর্তি করতে হল আজম থানকে।

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটিয়েছেন কিংবদন্তি উইকেটরক্ষক মইন খানের পুত্র আজম খান। শুক্রবার (৩০ জুলাই) ট্রেনিং চলাকালীন ফাস্ট বোলারের বিরুদ্ধে ব্যাট করার সময় মাথায় বলের আঘাত পান তিনি। আপাতত ২৪ ঘন্টার জন্য এক স্নায়ু বিশেষজ্ঞের দেখভালে রয়েছেন তিনি। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় সোমবার আজম খানের চোট পুনরায় খতিয়ে দেখে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে যে ২২ বছরের আক্রমণাত্মক ব্যাটসম্যানকে পাওয়া যাবে না তা নিশ্চিত। ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী সজোরে মাথায় বল লাগলেও সেই সময় আজম খান হেলমেট পরেই ছিলেন। সজ্ঞানেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে গায়ানায়। দুই শক্তিধর টি-টোয়েন্টি দলের লড়াইয়ে বিশেষত আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ ওভারের সিরিজের পর জামাইকায় দু'টি টেস্টেও মুখোমুখি হবে দুই দল।

বন্ধ করুন
Live Score