আর বাকি নেই খুব বেশিদিন। তারপরই শুরু হবে প্যারিস অলিম্পিক্স। ইতিমধ্যেই এই টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে। এছাড়া অংশগ্রহণকারী সকল অ্যাথলিটরা জোর কদমে শুরু করে দিয়েছে প্রস্তুতি। ঘণ্টার পর ঘণ্টা নিজেদেরকে অনুশীলনে ব্যস্ত রেখেছেন সকল খেলোয়াড়রা। উদ্দেশ্য একটাই এবং সেটা হলো পদক জয়।
তবে ডায়মন্ড লিগ শুরু হওয়ার আগে একটি বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। কি সেই সিদ্ধান্ত? জানা গিয়েছে, ভারতীয় তারকা নিজের ট্রেনিং বেস দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে গিয়েছেন তুরস্কের আন্টালিয়াতে। সেখানে এবার থেকে তিনি অনুশীলন করবেন। তবে তাঁর সঙ্গে থাকবেন তাঁর কোচ, বায়োমেকানিক এক্সপার্ট ও ফিজিও। নীরজের এই সিদ্ধান্তকে সবুজ সংকেত দিয়েছেন মিশন অলিম্পিক্স সেল (এমওসি)।
বৃহস্পতিবার, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি, মিশন অলিম্পিক্স সেলের (এমওসি) তরফ থেকে আয়োজন করা হয় ১২৪তম বৈঠকের। তাতে উপস্থিত ছিলেন সকল আধিকারিকরা। সেখানে একটি প্রস্তাব রাখা হয় যেখানে বলা হয়েছে যে ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া নিজের ট্রেনিং বেস দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে যেতে চান তুরস্কের আন্টালিয়াতে। সঙ্গে সঙ্গেই নীরজের এই সিদ্ধান্তে রাজি হয়ে যায় তারা। জানা গিয়েছে, নীরজ চোপড়া ৭৯ দিন অনুশীলন করবেন তুরস্কের আন্টালিয়ার গ্লোরিয়া স্পোর্টস এরিনাতে। চলতি বছরের মে মাসের শেষ পর্যন্ত তিনি ওখানেই থাকবেন। কিন্তু তারকা জ্যাভেলিন থ্রোয়ারের সঙ্গে থাকবেন তাঁর কোচ, বায়োমেকানিক এক্সপার্ট ডক্টর ক্লাউস বার্তনিটজ ও ফিজিও ইশান মারওয়াহা।
উল্লেখ্য, বর্তমানে ২৬ বছর বয়সী নীরজ চোপড়া ভারতের একজন নামি ও তারকা জ্যাভেলিন থ্রোয়ার যিনি ইতিমধ্যেই গড়েছেন একের পর এক দুর্দান্ত রেকর্ড। পাশাপাশি, তিনি এশিয়ার প্রথম অ্যাথলিট যিনি অলিম্পিক্সে জ্যাভেলিনে সোনা পেয়েছেন। তবে শুধু এশিয়ার নয়, তিনি প্রথম ভারতীয় যিনি জাভেলিনে এই কীর্তি করে দেখিয়েছিলেন। ইতিমধ্যেই, ক্রীড়া বিশ্বের ৯টি বড় প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করে ফেলেছেন এবং দেশকে জিতিয়েছেন একাধিক পুরস্কার। এছাড়াও ২০২১ সালে তিনি খেল রত্ন পুরস্কার পান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।