বাংলা নিউজ > ময়দান > রাহুল দ্রাবিড়কে আরও শক্ত হতে হবে! ভারতীয় দলকে ছন্দে ফেরাতে জাহির খানের পরামর্শ

রাহুল দ্রাবিড়কে আরও শক্ত হতে হবে! ভারতীয় দলকে ছন্দে ফেরাতে জাহির খানের পরামর্শ

রাহুল দ্রাবিড় ও ঋষভ পন্ত (ছবি-এএফপি) 

জাহির খান বলেছেন, ‘যখন ক্লাসেন এবং বাভুমার মধ্যে সেই পার্টনারশিপ চলছিল তখন মনে হয়েছিল যে এখান থেকে ভারতীয় দল নীচে নেমে যাচ্ছে এবং ম্যাচে আর ফিরতে পারবে না। এটি মাঠে দেখা যাচ্ছিল। এই জিনিসগুলিই রাহুল দ্রাবিড় এবং তার দলের দেখা উচিৎ।’

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেছে সফরকারী দল। ভারতীয় দল টানা দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজে ০-২ পিছিয়ে পড়েছে। প্রথম ম্যাচে ২০০ রানের বেশি করার পরেও টিম ইন্ডিয়া হেরে যায় এবং দলটি রবিবার ১৪৯ রানের লক্ষ্যও রক্ষা করতে পারেনি। ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাহির খান বিশ্বাস করেন যে এখন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়কে শক্ত হওয়া দরকার।

জাহির খান বলেছেন, ‘যখন ক্লাসেন এবং বাভুমার মধ্যে সেই পার্টনারশিপ চলছিল তখন মনে হয়েছিল যে এখান থেকে ভারতীয় দল নীচে নেমে যাচ্ছে এবং ম্যাচে আর ফিরতে পারবে না। এটি মাঠে দেখা যাচ্ছিল। এই জিনিসগুলিই রাহুল দ্রাবিড় এবং তার দলের দেখা উচিৎ। এই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে কারণ তৃতীয় ম্যাচটা হবে মাত্র একদিন পরেই। তাদের একত্র হতে হবে, কিছু কঠিন আলোচনা করতে হবে এবং এ নিয়ে কথা বলতে হবে। চল্লিশ ওভারের ম্যাচে লড়াই করার জন্য কী করতে হবে তার উপর ফোকাস করতে হবে।’

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের আরও খবর দেখতে এখানে ক্লিক করুন… 

ভুবনেশ্বর কুমার এই ম্যাচে অত্যন্ত ভালো বোলিং করেছিলেন এবং দলকে প্রত্যাশা অনুযায়ী তিনটি প্রাথমিক সাফল্য এনে দিয়েছিলেন। প্রথম ওভারেই প্রথম উইকেট পান তিনি। তার পরের ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসকে আউট করে ভারতের দ্বিতীয় সাফল্য এনে দেন ভুবি। সিরিজের প্রথম ম্যাচের নায়ক রাসি ভ্যান ডের দুসেনও মাত্র ১ রান করে বোল্ড হন ভুবির বলে। এরপরেও ম্যাচ ধরে রাখতে পারেনি ভারতীয় দল।

জাহির খান আরও বলেন, ‘এমনকি প্রথম ম্যাচেও আমরা অনুভব করেছি যে ভারতীয় দল এগিয়ে ছিল। এদিনও মনে হচ্ছিল এগিয়ে ছিল ভারতীয় দল। এরপরে দলটি বল হাতে একটি ভালো শুরু করেছিল। ভুবনেশ্বর কুমার আশ্চর্যজনক ভালো পারফর্ম করে ছিলেন। কিন্তু তিনি ম্যাচ জেতাতে পারেননি। ম্যাচটি সেভাবে শেষ করতে পারেননি। সিরিজ যত এগিয়েছে ভারতীয় দলের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তার কারণ বেড়েছে। এই চাপ কিন্তু ভারতীয় দলের জন্য বেশ উদ্বেগের কারণ।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল তৃণমূল সাংসদের সন্তান সম্পর্কে কুকথা, হাততালি দিয়ে ধৃত ২ তরুণী, তদন্তে সিবিআই পুজোর কলকাতায় মিছিল চিকিৎসকদের, ঠাকুর দেখতে বেরিয়ে উঠল স্লোগান,উই ওয়ান্ট জাস্টিস রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন? 'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী? মুলতালে শতরান ৩ পাক ব্যাটারের! পাল্টা লড়াই শুরু ইংরেজদেরও…বড় রানের লক্ষ্যে রুট ফুচকাওয়ালার স্টল ফেলে ভেঙে দিলেন সিংঘি পার্কের কর্মকর্তারা, ঘটনা ঘিরে শোরগোল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.