বাংলা নিউজ > ময়দান > INDvAUS 2nd Test: অনবদ্য ইনিংসে ভারতকে ম্যাচে ফেরান অক্ষর, কুর্নিশ দ্রাবিড়-সহ গোটা দলের

INDvAUS 2nd Test: অনবদ্য ইনিংসে ভারতকে ম্যাচে ফেরান অক্ষর, কুর্নিশ দ্রাবিড়-সহ গোটা দলের

অক্ষরকে কুর্নিশ দ্রাবিড়-সহ গোটা দলের

এদিন একটা সময় ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ১৩৯ রান। তখনও ১০০ রানের বেশি লিড ছিল অজিদের। সকলেই ভেবেছিল বড় রানের লিড নিতে চলেছে ভারতীয় দল। সেই অবস্থায় ব্যাট হাতে রুখে দাঁড়ান অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন।

শুভব্রত মুখার্জি: বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে দিল্লিতে ইতিমধ্যেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। কিছুটা হলেও ম্যাচে ভারতের থেকে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল। ইতিমধ্যেই ৬২ রানে লিড নিয়েছে অজিরা। হাতে রয়েছে ৯টি উইকেট। এদিন একটা সময় অজিদের প্রথম ইনিংসের রান তাড়া করতে গিয়ে বেশ সমস্যায় ছিল ভারতীয় দল। সেই অবস্থা থেকে ভারতকে টেনে তুলে ম্যাচে লড়াইয়ে ফেরান স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। নাগপুরে প্রথম টেস্টে অর্ধশতরান করার পরে দ্বিতীয় টেস্টেও অর্ধশতরান করেছেন তিনি। অক্ষরের দুরন্ত ৭৪ রান ম্যাচে লড়াইয়ে রেখেছে ভারতকে। তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে তাঁর ইনিংসকে কুর্ণিশ জানাতে ভোলেননি সতীর্থরা। হেড কোচ রাহুল দ্রাবিড়ের রিঅ্যাকশনও ছিল দেখার মতো।

এদিন একটা সময় ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ১৩৯ রান। তখনও ১০০ রানের বেশি লিড ছিল অজিদের। সকলেই ভেবেছিল বড় রানের লিড নিতে চলেছে ভারতীয় দল। সেই অবস্থায় ব্যাট হাতে রুখে দাঁড়ান অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন। দুজনে অষ্টম উইকেটে জুটি বেঁধে ১১৪ রানের জুটি গড়েন। নাগপুরে ৮২ রানের ইনিংস খেলার পরে এদিনও ৭৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ভারতের টেস্ট ইতিহাসে অষ্টম উইকেটে এটি তৃতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ৭৪ রান করে এদিন আউট হয়ে যান অক্ষর প্যাটেল। দুরন্ত একটি ক্যাচ লুফে তাঁকে প্যাভিলিয়নে ফেরান প্যাট কামিন্স।

১১৫ বল খেলে ৭৪ রান করে টড মার্ফির বলে আউট হয়ে যান অক্ষর প্যাটেল। আউট হয়ে অক্ষর প্যাভিলিয়নে ফেরার পথে তাঁকে কুর্নিশ জানান সতীর্থরা। বিশেষ করে কোচিং স্টাফদের রিঅ্যাকশন ছিল দেখার মতো। হেড কোচ রাহুল দ্রাবিড়ের চোখে মুখে ধরা পড়ছিল স্বস্তির ছাপ। সকলেই হাততালি দিয়ে অভিবাদন জানান অক্ষরকে। ভারত প্রথম ইনিংসে ২৬২ রানে অলআউট হয়ে যায়। ফলে ১ রানে লিড পায় অজিরা। দিনশেষে অজিদের স্কোর ১ উইকেটে ৬১ রান। ট্রাভিস হেড অপরাজিত রয়েছেন ৩৯ রানে। মার্নাস লাবুশান অপরাজিত রয়েছেন ১৬ রানে।

নিজের ইনিংস নিয়ে অক্ষর জানিয়েছেন 'সত্যি বলতে দারুণ একটা অনুভূতি। দলের হয়ে রান করতে পারাটা সবসময় গুরুত্বপূর্ণ। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হল চাপ থেকে ফিরে আসা। আমার মনে হয় বলগুলো আমি ঠিক ব্যাটের মাঝখান দিয়েই ডিফেন্ড করতে পারছিলাম। যে বলগুলো আমার এরিয়ায় ছিল আমি সেগুলোকে আক্রমণ করি। আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি ব্যাটিং না বোলিং অলরাউন্ডার। আমার উত্তর ছিল যদি আমি উইকেট নিই তাহলে আমি বোলিং অলরাউন্ডার। আর যদি রান করি তাহলে তাহলে আমা ব্যাটিং অলরাউন্ডার।'

বন্ধ করুন