বাংলা নিউজ > ময়দান > অসুস্থ শরীরে রিলে রেস, ইতিহাস গড়ার পর এক ঘণ্টা বমি করেছিলেন রাজেশ

অসুস্থ শরীরে রিলে রেস, ইতিহাস গড়ার পর এক ঘণ্টা বমি করেছিলেন রাজেশ

ফাইল ছবি (AP)

ভারতের রেসারদের চমকপ্রদ দৌড়ের নেপথ্যের কষ্টের কাহিনি অবশেষে প্রকাশ্যে। শারীরিক অসুস্থতাকে অবজ্ঞা করেই এশিয়ান রেকর্ড করেন ভারতের রিলে রেসাররা। 

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নজির গড়েছে ভারতীয় দৌড়বিদরা। ৪*৪০০ মিটার রিলে দৌড়ে এই নজির গড়েছে ভারতীয় দল। নিজেদের হিটে তাঁরা ভেঙে দিয়েছে এশিয়ার নজিরকে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রাজেশ রমেশ। হিটের আগেই দলের বাকি সতীর্থদের মতন চোটের কবলে পড়েছিলেন তিনি। তবে লড়াইয়ের ময়দান ছাড়েননি। চোট নিয়ে নেমে ও ভারতীয় দলের হয়ে কার্যত নিজের জীবন বাজি রেখে দৌড়েছিলেন তিনি। তবে রেস শেষ হয়ে যাওয়ার পরেই চরম শারীরিক অসুস্থতার শিকার হন রাজেশ রমেশ। তাঁর সতীর্থ আমোজ জ্যাকব জানিয়েছেন রেস শেষ হয়ে যাওয়ার পর প্রায় এক ঘন্টা টানা বমি করেছিলেন রাজেশ রমেশ!

এশীয় রেকর্ড গড়ার আনন্দে তখন আত্মহারা মহম্মদ আনাস, আমোজ জ্যাকবরা। তাঁরা খেয়াল করতে পারেননি যে রমেশ তাঁদের সঙ্গে সাজঘরে ফেরেননি। হোটেলে ফেরার জন্য বাসে ওঠার পর তাঁরা খেয়াল করেন যে তাঁদের সঙ্গী রমেশ তাঁদের সঙ্গে নেই। বাস থেকে নেমে সতীর্থের খোঁজ শুরু করেন। স্টেডিয়ামের ভিতরের মেডিক্যাল রুমে গিয়ে রমেশের দেখা পাওয়া যায়। রমেশের পায়ের পেশিতে টান ধরায় স্ট্রেচারে করে তাঁকে নিয়ে আসা হয়েছে। দূরপাল্লার বা দ্রুতগতির দৌড়ের পর অ্যাথলিটদের পায়ের পেশিতে টান ধরে। অতিরিক্ত পরিশ্রমের ফলে অ্যাথলিটদের অস্বাভাবিক ঘাম হয়। এই ঘামের ফলেই পেশির মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। ফলে পেশি শক্ত হয়ে যায়। রমেশেরও এক ঘটনা ঘটেছিল। পাশাপাশি রমেশ ও আরো অসুস্থও হয়ে পড়েছিলেন।

আমোজ জ্যাকব বলেন 'হিট শেষ হওয়ার পর পায়ে টান ধরে রাজেশের। ওঁর শরীরে অস্বস্তি হচ্ছিল। প্রায় এক ঘণ্টা ধরে বমি হয়েছে ওঁর। ঘন্টা দুয়েক বেশ অস্বস্তি ছিল ওঁর। ওঁকে জিজ্ঞাসা করলে ও বলে আমি ঠিক আছি। এটা ল্যাকটিকের সমস্যা(ল্যাকটিক অ্যাসিড পেশিতে জমার সমস্যা)। তার পর ধীরে ধীরে স্বস্তি ফেরে রাজেশের।'

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪x৪০০ মিটার রিলের হিটে এশীয় রেকর্ড করেছিল ভারতীয় দল।সেই দলের সদস্য ছিলেন মহম্মদ আনাস, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল ভারিয়াথোদি এবং রাজেশ রমেশ।

ভারতের ৪x৪০০ মিটার রিলেতে দৌড় শেষ করার দায়িত্ব ছিল রমেশের উপরে। অসুস্থতা নিয়েও ফাইনালে ভালো করে ভারত। তিন মিনিটের কমে রেস শেষ করে বিশ্বের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে নেয় তরুণরা।

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সবাই চলে গেলেও বাবা-হারা মালাইকার পাশে অর্জুন, গাড়িতে উঠিয়ে দেন পুরনো বান্ধবীকে আপনার দিনটি স্বাস্থ্যকরভাবে শুরু করতে চান? এই স্মুদি রেসিপিগুলি বানিয়ে দেখুন সুনীলদের প্রাক্তন কোচ ইগর স্টিম্যাচের চুক্তি নবীকরণ পদ্ধতি নিয়ে তদন্ত করবে AIFF সিজার তালিকা বলছে 'আছে', পোস্টমর্টেম বলল 'নেই', রহস্য নির্যাতিতার পোশাক নিয়ে Border Gavaskar Trophy: স্মিথ কোন পজিশনে নামবেন- কী বললেন অজি কোচ ম্যাকডোনাল্ড? ধনু-মকর-কুম্ভ-মীনের বৃহস্পতিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে? 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.