বাংলা নিউজ > ময়দান > ভারতীয় দলে ফিরতে তৈরি DC-র তরুণ! IPL-এর আগে দলের তারকাকে 'বুস্টার' সৌরভের

ভারতীয় দলে ফিরতে তৈরি DC-র তরুণ! IPL-এর আগে দলের তারকাকে 'বুস্টার' সৌরভের

'বুস্টার' সৌরভের

ভারতের হয়ে শেষবার ২০২১ সালে খেলেছেন পৃথ্বী শ। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সদস্য হিসেবে গিয়েছিলেন তিনি। চলতি বছরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও জায়গা পেয়েছিলেন পৃথ্বী।

শুভব্রত মুখার্জি: প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে রয়েছেন দিল্লি ক্যাপিটালস দলের দায়িত্বে। দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর দলের এক নবীন তারকাকে নিয়ে বড় দাবি করলেন তিনি। তাঁর মতে এই মুহূর্তে ভারতের অন‌্যতম প্রতিভাবান ব্যাটার পৃথ্বী শ। তাঁর দাবি এই নবীন তারকার প্রতি নজর রয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার! এমনটি টিম ম্যানেজমেন্টও নজর রাখছে এই নবীন তারকার পারফরম্যান্সের উপরে। ভারতে বছরের শেষদিকে অক্টোবর-নভেম্বর মাসে আয়োজন হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। অর্থাৎ হাতে রয়েছে আর মাস ছয়েক সময়। ফলে এই সময়ে ভালো পারফরম্যান্স করলে পৃথ্বীর জন্য খুলতে পারে বিশ্বকাপে জাতীয় দলের দরজাও। এমনটাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি পৃথ্বীর পাশে দাঁড়িয়ে দাবি করেছেন এই কয়েকমাসে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপে নিজের জন্য ফের জাতীয় দলের দরজা খুলে নিতে পারেন পৃথ্বী শ। তিনি জানিয়েছেন 'আমি মনে করি পৃথ্বী শ ফের একবার ভারতের হয়ে খেলতে প্রস্তুত। তবে জাতীয় দলেও সুযোগ পাবে কিনা তা নির্ভর করছে কোন জায়গা ফাঁকা থাকছে তার উপর। আমি নিশ্চিত রোহিত শর্মা এবং নির্বাচকরা ওর উপরে দৃষ্টি রাখছে। ও অত্যন্ত ভালো একজন ক্রিকেটার। আমি মনে করি জাতীয় দলের হয়ে খেলতে ও প্রস্তুত রয়েছে।'

ভারতের হয়ে শেষবার ২০২১ সালে খেলেছেন পৃথ্বী শ। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সদস্য হিসেবে গিয়েছিলেন তিনি। চলতি বছরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও জায়গা পেয়েছিলেন পৃথ্বী। তবে ওই সিরিজে শুভমন গিলকে ওপেনার হিসেবে খেলানো হয়, তাই খেলার সুযোগ পাননি তিনি। এখনও পর্যন্ত তিনি ভারতের হয়ে পাঁচটি টেস্ট ম্যাচ, ছটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে করেছেন ৩৩৯ রান। ওয়ানডেতে রয়েছে ১৮৯ রান। ভারতের হয়ে খেলা তাঁর একমাত্র টি ২০-তে তিনি গোল্ডেন ডাক করে আউট হয়ে যান। হিন্দুস্তান টাইমসে কয়েকদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ওপেনার মুরলি বিজয়ও বিস্ময় প্রকাশ করেছিলেন পৃথ্বী শ দীর্ঘদিন ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ না পাওয়াতে।

বন্ধ করুন