বাংলা নিউজ > ময়দান > মাত্র ২ জন বোলারই দু'বার অল-আউট করল বাংলাদেশকে, প্রশ্ন উঠছে, মোমিনুলদের হারাতে বেশি বোলারের দরকার আছে কি?

মাত্র ২ জন বোলারই দু'বার অল-আউট করল বাংলাদেশকে, প্রশ্ন উঠছে, মোমিনুলদের হারাতে বেশি বোলারের দরকার আছে কি?

বাংলাদেশকে বিধ্বস্ত করলেন কেশবরা। ছবি- আইসিসি।

দুই বোলারেই খতম বাংলাদেশ, টাইগার বধে বাকিদের সাহায্যই প্রয়োজন হল না মহারাজ-সাইমন জুটির।

মাত্র দুই বোলারেই যদি কাজ সারা হয়ে যায়, তবে প্রথম একাদশে চার-পাঁচজন বিশেষজ্ঞ বোলারের প্রয়োজন কী! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দু'টি টেস্ট ম্যাচের দিকে তাকালে এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। বরং বলা ভালো, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট জয়ের জন্য দু'জন বোলারই যথেষ্ট। ঠিক সেটাই বুঝিয়ে দিলেন কেশব মহারাজ ও সাইমন হার্মার।

আসলে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দু'বার দক্ষিণ আফ্রিকা মাত্র দু'জন বোলারকে ব্যবহার করেই বাংলাদেশকে অল-আউট করে দেয়। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৯ ওভারে মাত্র ৫৩ রানে অল-আউট হয়ে যায়। কেশব মহারাজ ১০ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ৭ উইকেট দখল করেন। সাইমন হার্মার ৯ ওভারে ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

পরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। দক্ষিণ আফ্রিকা মাত্র ২ জন বোলারকে ব্যবহার করেই অল-আউট করে দেয় বাংলাদেশকে। পোর্ট এলিজাবেথের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩.৩ ওভারে ৮০ রানে অল-আউট হয়ে যায়। কেশব মহারাজ ১২ ওভারে ৪০ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। সাইমন ১১.৩ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

সুতরাং, মহারাজ ও সাইমন জুটি দু'বার বাংলাদেশের ১০ উইকেট তুলে নেয় এই সিরিজে। কোনও বিশেষ বোলিং জুটির টেস্টে দু'বার প্রতিপক্ষকে অল-আউট করা অবশ্য এই প্রথম নয়। কেশব-সাইমন জুটির আগে অস্ট্রেলিয়ার জন ফেরিস ও চার্লি টার্নার জুটি বেঁধে ১৯৮৭-৮৮ সালের মধ্যে দু'বার এমন কৃতিত্ব অর্জন করেন। মহারাজরা অবশ্য একই সিরিজে দু'বার এমন কৃতিত্ব দেখালেন।

কেশব মহারাজ বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্টে সাকুল্যে ১৬টি উইকেট দখল করেন। সাইমন নেন ১৩টি উইকেট। সুতরাং সিরিজে বাংলাদেশের ৪০টি উইকেটের মধ্যে ২৯টি উইকেট দখল করেন দু'জনে মিলে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন