টি-টোয়েন্টি লিগের বাজারে নতুন সংযোজন মেজর লিগ ক্রিকেট। আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে ও উন্নতির জন্যই এই টুর্নামেন্ট। ছয় দলীয় এই টুর্নামেন্ট এখন রমরমিয়ে চলছে। টুর্নামেন্টের লিগ পর্যায়ের খেলা শেষ হয়ে এসেছে। ১১ তম ম্যাচে মুখোমুখি হয় ওয়াশিংটন ফ্রিডম এবং সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। ৩০ রানের বড় ব্যবধানে জয় পায় ওয়াশিংটন।
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ওয়াশিংটন ফ্রিডম ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। আপাতত দৃষ্টিতে কম রান হলেও ওয়াশিংটনের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিপক্ষ ইউনিকর্নসদের মাত্র ১০৩ রানে আটকে দেয়। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে কোনও ক্রিকেটার সেই ভাবে রান পাননি। অধিনায়ক মোইসেস হেনরিকস সবচেয়ে বেশি রান করেন। ২৭ বলে ৩০ রান করে যান তিনি। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার আন্দ্রিস গাউস ওপেন করতে নেমে ১৬ বলে ২৩ রান করেন। আরও এক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ওবুস পিয়ানার করেন ২৯ রান। বল হাতে ইউনিকন্সদের হয়ে কামাল দেখান পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রউফ। চার ওভার হাত ঘুরিয়ে কুড়ি রান দিয়ে তিন উইকেট নেন তিনি। ২ উইকেট নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট।
জবাবে ব্যাট করতে নেমে ফ্রান্সিসকো ইউনিকর্নস শুরু থেকেই খোড়াতে থাকে। তাদের কোন ব্যাটারই এই ম্যাচে টিকতে পারেনি। ওপেনার ফিন অ্যালেন ১৩ রান করে আউট হয়ে যাবার পর একের পর এক উইকেট পড়তে থাকে। কোনও ব্যাটারই পিচে দাঁড়াতে পারেননি। করি অ্যান্ডারসন শেষের দিকে কিছুটা চেষ্টা করেন কিন্তু তিনিও ব্যর্থ হন। ৩৪ বলে ৩৪ রান করে তিনি ইউনিকর্নস এর মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী হন। ব্যাটিং ব্যর্থতার ছেড়ে ১০৩ রানে গুটিয়ে যায় সান ফ্রান্সিসকো ইউনিকর্নসরা। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে একাই ছয় উইকেট নেন সৌরভ নেত্রওয়ালকার। ভারতীয় বংশভূত আমেরিকান এই বাঁহাতি মিডিয়াম পেসার একার হাতেই গুঁড়িয়ে দেন ইউনিকর্নের ইনিংস। ৩.৫ ওভার বল করে মাত্র ৯ রান দেন তিনি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন এই বোলার।
চার্চ স্ট্রিট পার্ক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসরা বোলিং করার সিদ্ধান্ত নেয়। বোলিং এর সিদ্ধান্ত ফলপ্রসূ হলেও ব্যাটিংয়ে তারা কিছুই করতে পারেনি। ওয়াশিংটন ফ্রিডম চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ছয় দলীয় টুর্নামেন্টের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ইউনিকর্নস দুটি ম্যাচ জিতেছে এবং দুইটি হেরেছে। তারা আছে চার নম্বর স্থানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।