বাংলা নিউজ > ময়দান > জিম্বাবোয়েকে নিয়ে ছেলেখেলা করল শ্রীলঙ্কা, পৌঁছে গেল বিশ্বকাপের মূল পর্বে

জিম্বাবোয়েকে নিয়ে ছেলেখেলা করল শ্রীলঙ্কা, পৌঁছে গেল বিশ্বকাপের মূল পর্বে

শ্রীলঙ্কা পৌঁছে গেল বিশ্বকাপের মূল পর্বে।

শ্রীলঙ্কার কাছে হেরে কিছুটা চাপেই পড়ে গেল জিম্বাবোয়ে। তবে তারা স্কটল্যান্ডকে হারালেই সহজে ভারতের আসার টিকিট পেয়ে যাবে। ভুললে চলবে না ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে হারিয়ে দিয়েছে স্কটিশরা। জিম্বাবোয়ের পয়েন্ট ৪ ম্যাচে ৬। আর স্কটল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৪।

জিম্বাবোয়েকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল শ্রীলঙ্কা। শনিবার ব্যাটে-বলে তাদের নাস্তানাবুদ করে দাসুন শানাকারা পৌঁছে গেল বিশ্বকাপের মূল পর্বে। ১০১ বল বাকি থাকতে ৯ উইকেটে জিম্বাবোয়েকে কার্যত উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ লঙ্কা ব্রিগেডের ভারতে আসাটা নিশ্চিত হয়ে গেল। তবে কিছুটা চাপে পড়ে গেল জিম্বাবোয়ে।

তারা অবশ্য স্কটল্যান্ডকে হারালেই সহজে ভারতের আসার টিকিট পেয়ে যাবে। তবে স্কটল্যান্ড যদি জিম্বাবোয়েকে হারিয়ে দেয়, তবে কিন্তু অঙ্কটা এলোমেলো হয়ে যাবে। ভুললে চলবে না ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে হারিয়ে দিয়েছে স্কটিশরা। জিম্বাবোয়ের পয়েন্ট ৪ ম্যাচে ৬। আর স্কটল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৪। তাই সিকান্দার রাজাদের চাপটা কিন্তু বেড়েই গেল।

আরও পড়ুন: জানি না ও কেন বড় টুর্নামেন্টগুলোয় বাদ পড়ছে- বিশ্বকাপের স্কোয়াডে যুজিকে রাখার পরামর্শ সৌরভের

টস হেরে প্রথমে ব্য়াট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় জিম্বাবোয়ে। দলের ৮ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায়। ৩০ রানের মাথায় পড়ে ৩ উইকেট। চতুর্থ উইকেটে সিন উইলিয়ামস এবং সিকান্দার রাজা কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। তাঁরা ৬৮ রানের পার্টনারশিপও করেন। তবে জিম্বাবোয়ে ১০০ রানে পৌঁছানোর আগেই সেই পার্টনারশিপ ভেঙে যায়। ৫১ বলে ৩১ করে আউট হন রাজা। সিন উইলিয়ামস কিছুটা লড়াই করেছিলেন। তবে তিনি ৫৭ বলে ৫৬ করে সাজঘরে ফেরেন। সিন উইলিয়ামস ফিরতেই যেন জিম্বাবোয়ের ব্য়াটিং অর্ডার একেবারেই গুঁড়িয়ে যায়। ৩২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। দলের বাকিদের দশা তথৈবচ। বাকিরা কেউ ২০ রানও করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন রায়ান বার্ল।

আরও পড়ুন: যে সব মাঠ বিশ্বকাপে ভারতের ম্যাচ পায়নি, তাদের জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করল BCCI

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার মহেশ থিকশানা। ৮.২ ওভার বল করে ২৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। ৫ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন দিলশন মাদুশঙ্কা। এ ছাড়া মাথিশা পাথিরানা ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন দাসুন শানাকা।

জবাবে রান তাড়া করতে নেমে খুব সহজেই জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। পাথুম নিসঙ্কা এবং দিমুথ করুণারত্নে মিলে ওপেনিং জুটিতেই ১০৩ রান করে ফেলেছিলেন। করুণারত্নে ৫৬ বলে ৩০ করে আউট হলেও, পাথুম ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি করার পাশাপাশি দলকেও কাঙ্খিত জয় এনে দেন। তিনে নেমে কুশল মেন্ডিস ৪২ বলে ২৫ রান করেন। ১০১ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। তারা ৩৩.১ ওভারে ১ উইকেটে ১৬৯ রান করে ফেলে। জিম্বাবোয়ের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছে রিচার্ড এনগারভা।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিচার ছাড়াই উগান্ডার জেলে ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতির মেয়ে, ষড়যন্ত্রের অভিযোগ চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশানাল টাস্ক ফোর্স, কাজে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট ভারত সফরে চূড়ান্ত ব্যর্থ, চাকরি হারালেন বাংলাদেশের কোচ হাথুরু! দায়িত্বে সিমন্স ৬ বছর পর অক্ষয় কুমারের ‘নন্দু নো স্মোকিং’ বিজ্ঞাপন সরিয়ে নিল সিবিএফসি! 'সেই একঘেয়ে পুরনো কথা'! খলিস্তান ইস্যুতে ট্রুডোর মন্তব্যকে তুলোধনা ভারতের পুজোয় বাংলা ছবির কাছে গো-হারা হেরেছে বলিউড, কী বলছে বক্স অফিস রিপোর্ট? উপনির্বাচনের দিন ঘোষণা করা হল, আগামী মাসে বাংলার ৬ কেন্দ্রে ভোট কার্যত দেউলিয়া পাকিস্তান নৌসেনার আধুনিকীকরণের টাকা পাচ্ছে কীভাবে, নজর রাখছে ভারত সুতো ঝুলছে সিভিক ভলান্টিয়ারদের ভাগ্য, হাসপাতাল - স্কুলে মোতায়েন নয়, বলল SC বল শাইন করতে লিচের মাথায় এটা কী করলেন জো রুট! ভক্তেরা হাসি থামাতে পারছেন না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.