বাংলা নিউজ > ময়দান > জানি না ও কেন বড় টুর্নামেন্টগুলোয় বাদ পড়ছে- বিশ্বকাপের স্কোয়াডে যুজিকে রাখার পরামর্শ সৌরভের

জানি না ও কেন বড় টুর্নামেন্টগুলোয় বাদ পড়ছে- বিশ্বকাপের স্কোয়াডে যুজিকে রাখার পরামর্শ সৌরভের

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুজবেন্দ্র চাহাল।

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় একটি আলোচনায় যুজি চাহালকে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। এবং দাবি করেছেন যে, মেন ইন ব্লু টিমে ফিঙ্গার স্পিনার ছাড়াও একজন রিস্ট স্পিনার অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে।

যুজবেন্দ্র চাহালকে ২০২৩ ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে রাখার জন্য অনেকেই সরব হয়েছেন। ভারতের তারকা লেগ স্পিনার একটা সময়ে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। কিন্তু এখন তিনি আর ভারতীয় স্কোয়াডে মাথা গলাতে পারছেন না।

তবে সম্প্রতি ভারতের অন্যতম সফল স্পিনার ২০২৩ আইপিএলে বেশ ভালো পারফরম্যান্স করেছে। যেটা দেখার পরেই ভারতের প্রাক্তন খেলোয়াড় এবং ক্রিকেট বিশেষজ্ঞরা আসন্ন বিশ্বকাপে যুজবেন্দ্র চাহালকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরব হয়েছেন।

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় স্টার স্পোর্টসে একটি আলোচনায় যুজি চাহালকে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। এবং দাবি করেছেন যে, মেন ইন ব্লু টিমে ফিঙ্গার স্পিনার ছাড়াও একজন রিস্ট স্পিনার অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: যে সব মাঠ বিশ্বকাপে ভারতের ম্যাচ পায়নি, তাদের জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করল BCCI

সৌরভের সাফ বক্তব্য, ‘আমি মনে করি, এই বিশ্বকাপের জন্য ভারতকে একজন রিস্ট স্পিনার রাখতে হবে। জাদেজা আছে, রবিচন্দ্রন অশ্বিন আছে, অক্ষর প্যাটেল আছে। অক্ষর আমার মতে একজন ব্যতিক্রমী অলরাউন্ডারও।’

আইসিসির বড় ইভেন্ট থেকে যুজি চাহাল কী ভাবে বাদ পড়েন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন সৌরভ। তিনি বলেছন, ‘(রবি) বিষ্ণোই এবং কুলদীপও (যাদব) আছে। কিন্তু (যুজবেন্দ্র) চাহাল কোনও না কোনও ভাবে বড় টুর্নামেন্ট মিস করছে। ও ২০-ওভার বা ৫০-ওভার, যাই হোক না কেন, ছোট ফরম্যাটে অত্যন্ত ধারাবাহিক ভাবে পারফর্ম করেছে। ওর দিকেও নজর রাখা গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: ভারত সফরের জন্য সবুজ সঙ্কেত মেলেনি, অবশেষে প্রধানমন্ত্রীকে চিঠি লিখল পিসিবি

প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট যোগ করেছেন, ‘যখন আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকায় খেলবেন, তখন একজন রিস্ট-স্পিনারই পার্থক্য গড়ে দেয়। ২০১১ সালে পীযূষ চাওলা ছিল, যে খুব ভালো বোলিং করেছিল।’

২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন যুজবেন্দ্র চাহাল। সেখানে তাঁর স্পিনের সাহায্যে সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া। সেবার ৮টি ম্যাচে ১২টি উইকেট তুলে নিয়েছিলেন যুজি চাহাল। সেই সঙ্গে এবার ভারতের মাটিতে খেলা হবে। সেখানে যে স্পিনের প্রভাব থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই লেগ স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালকে খেলানোর পরামর্শ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। এবারের বিশ্বকাপে রোহিত শর্মাদের ঘিরে স্বপ্নের জালবোনা শুরু করে দিয়েছে আপামর ভারতবাসী। রোহিত-বিরাট কোহলিরা পারবেন কি ১০ বছরের আইসিসি-র শিরোপা জয়ের খরা কাটাতে?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময় বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, পুজোর মুখে পর পর ৮টি মূর্তি ভাঙচুর বছরে আয় ১০ কোটি! ভারতে ক্রিকেট ধারাভাষ্যকারদের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া অতিরিক্ত আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার দাবি শান্তর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.