বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ২০২৩ ওডিআই বিশ্বকাপের ম্যাচগুলি হোস্ট করার জন্য ১০টি ভেন্যু বেছে নিয়েছে। আর সেই ভেন্যুগুলির রাজ্য অ্যাসোসিয়েশনগুলিকে স্বেচ্ছায় দ্বিপাক্ষিক আন্তর্জাতিক মরশুমে একটি করে ওডিআই আয়োজনের পালা ত্যাগ করতে বলেছে।
২৮ জুন রাজ্য অ্যাসোসিয়েশনগুলিকে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ একটি করে চিঠি পাঠিয়েছেন। সেখানেই বিসিসিআই-এর সিদ্ধান্তটি জানানো হয়েছিল। যে চিঠিতে শাহ লিখেছিলেন যে, ‘যেসমস্ত রাজ্যগুলি বিশ্বকাপের দায়িত্ব পেয়েছে, তাদের অনুরোধ করা হচ্ছে আগামী দ্বিপাক্ষিক সিরিজগুলিতে তারা যেন ম্যাচ আয়োজনের কথা না ভাবে। দুর্ভাগ্যজনক ভাবে যে রাজ্যগুলি বিশ্বকাপের ম্যাচ পায়নি, তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। বৈঠকের সকলেই এই প্রস্তাবে একমত হয়েছেন। তবে সকল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমি কৃতজ্ঞতা জানাই কারণ তারা নিঃস্বার্থ ভাবে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।’
আরও পড়ুন: দলের জন্য সব করতে পারি- ঝুঁকি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ব্যাট করতে নেমে চমকে দিলেন লিয়ন
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২৭ জুন টুর্নামেন্টের ভেন্যু ঘোষণা করার পর, বেশ কয়েকটি রাজ্য ইউনিট, যারা ১২টি ভেন্যুর (মূল টুর্নামেন্টের খেলার আয়োজনের জন্য ১০টি ভেন্যু এবং ২টি প্রস্তুতি ম্যাচের ভেন্যু) তালিকা থেকে বাদ পড়েছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ৫ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। তবে বিশ্বকাপের জন্য মোহালি, নাগপুর-সহ বেশ কয়েকটি জনপ্রিয় কেন্দ্রে বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়নি। তারা রীতিমতো হতাশা প্রকাশ করেছে।
আরও পড়ুন: স্টার্কের ক্যাচটি কি বৈধ ছিল? ক্রিকেটের আইন ঘেঁটে উত্তর দিল MCC
মোহালিতে ১৯৯৬ এবং ২০১১ বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চস্থ হয়েছিল। নাগপুর, রাজকোট, ইন্দোর, রাঁচি ভাইজ্যাগ, রায়পুর এবং কটককে ২০২৩ বিশ্বকাপের জন্য নির্বাচিত ভেন্য়ুর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এখন আগামীতে আরও দ্বিপাক্ষিক ম্যাচ পাওয়ার রয়েছে। সেই ম্যাচগুলি এই সব ভেন্যুতে আয়োজন করা হবে। যে কারণে বিশ্বকাপের আয়োজন করবে যে সমস্ত ভেন্যু, তাদের দ্বিপাক্ষিক সিরিজের আয়োজনের পালা থাকলেও, সেটা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন জয় শাহ।
এশিয়া কাপের পরে সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারত সফর করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তার পরে আফগানিস্তানও আসতে পারে। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে, ইংল্যান্ড ভারতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে চলেছে। পরবর্তীতে ভারতে পাঁচটি টেস্ট খেলবে বাংলাদেশ (২) এবং নিউজিল্যান্ডের (৩) সঙ্গে।
১০টি বিশ্বকাপের ভেন্যুর মধ্যে রয়েছে, হায়দরাবাদ, আমদাবাদ, ধর্মশালা, দিল্লি, চেন্নাই, লখনউ, পুনে, বেঙ্গালুরু, মুম্বই এবং কলকাতা। টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচগুলি হবে ২৯সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে। গুয়াহাটি (৪), তিরুবনন্তপুরম (৪) এবং হায়দরাবাদে (২) এ খেলা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।