একেবারে স্বপ্নের প্রত্যাবর্তন। তাইল্যান্ডের ব্যাঙ্ককে আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয় থেকে এক ধাপ দূরে শেষ করলেন বাংলা তারকা অ্যাথলিট স্বপ্না বর্মন। চোটে জেরবার হওয়ার কারণে বহু দিন ট্র্যাকের বাইরে ছিলেন। ফের প্রত্যাবর্তনেই রুপো জয়, নিঃসন্দেহে জলপাইগুড়ির তনয়ার কাছে বড় প্রাপ্তি।
মহিলাদের হেপ্টাথলনে সোনা জয়ী তারকার চেয়ে ২৫৮ পয়েন্ট পিছিয়ে থেকে রুপো জিতলেন উত্তরবঙ্গের কন্যা (৫৮৪০ পয়েন্ট)। এই বিভাগে সোনা জিতলেন উজবেকিস্তানের ভোরোনিনা একাতেরিনা (৬০৯৮ পয়েন্ট)। আর ব্রোঞ্জ জিতলেন জাপানের ইয়ামাসকি ইউকি (৫৬৯৬)।
এক বছর আগে যে মেয়ে ভেবে নিয়েছিলেন, তিনি অবসর নিয়ে ফেলবেন, সেখানে বড় মঞ্চে দুরন্ত সাফল্য, নিঃসন্দেহে বড় বিষয়। পাঁচ বছর আগে এই স্বপ্নাই দেশকে গর্বিত করেছিলেন। দুই পায়ে ছ'টি করে আঙুল স্বপ্নার। সেটাকে কোনও সমস্যা বলে কখনও-ই মনে করেননি তিনি। বরং সেটা জয় করেই তিনি জাকার্তায় এশিয়ান গেমসে সকলকে চমকে দিয়েছিলেন। হেপ্টাথলনে সোনা জিতে। তবে তার পর চোটের কারণে তিনি জেরবার হয়ে উঠেছিলেন। গত কয়েক মরশুমে তিনি সে ভাবে টুর্নামেন্টগুলোতেও অংশও নেননি।
তবে অ্যাথলিট ট্র্যাকে প্রত্যাবর্তন করেই শনিবার তিনি দেখিয়ে দিলেন যে, এখনও ফুরিয়ে যাননি। ব্যাঙ্ককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জেতার ক্ষমতা তাঁর এখনও রয়েছে। টানা তিন বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জেতার নজির গড়লেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না। এর আগে তিনি ২০১৭ এশিয়া মিটে সোনা, ২০১৯-এ রুপো জিতেছিলেন। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসের হেপ্টাথলন ইভেন্টে ৬০২৬ পয়েন্ট সংগ্রহ করে সোনা জিতেছিলেন স্বপ্না।
রুপো জয়ের পর ২৬ বছরের তরুণী বলেছেন, ‘আমার পিঠের অবস্থা খুবই খারাপ। সাংঘাতিক ব্যাথা রয়েছে। আমি দিনে দু'বার ট্রেনিং করতে পারি না। আমি এক পায়ে ভর করে সিঁড়ি বেয়ে উঠতে পারি না। গত আড়াই মাস ধরে আমি কোনও হার্ডল পার করিনি। আমি হাল ছেড়ে দিয়েছিলাম। এটাই আমার চোটের পরিস্থিতি। তাই, আমি যতটুকুই ট্রেনিং করতে পারি না কেন, আমি আমার পারফরম্যান্সে খুশিয’
এর সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমার লক্ষ্য এশিয়ান গেমসে নিজের সেরাটা দেওয়া। তার পর দেখব কতদিন চালিয়ে যেতে পারি। কিন্তু আমি খুব ভালো জায়গায় যেতে চাই। এমন নয় যে, লোকেরা প্রশ্ন তুলতে শুরু করবে আমার পারফরম্যান্স নিয়ে, আমি দেখাতে চাই যে আমি এখনও কিছু করতে পারি।’
স্বপ্না ছাড়াও এদিন ভারত মিক্সড রিলেতে সোনা জিতেছে। রাজেশ রমেশ, ঐশর্য মিশ্র, আমোজ জ্যাকব, এবং সুবা ভেঙ্কটেসান ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে নতুন জাতীয় রেকর্ড করে (৩:১৪.৭০ সেকেন্ড) সোনা জিতেছেন। দলটি ১৯ অগস্ট থেকে শুরু হতে চলা বুদাপেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্যও যোগ্যতা অর্জন করেছে। শ্রীলঙ্কা রুপো (৩:১৫.৪১ সেকেন্ড) এবং জাপান ব্রোঞ্জ পদক (৩:১৫.৭১ সেকেন্ড) জিতেছে।
হাই জাম্পে সর্বেশ অনিল কুশারে রুপো জিতেছেন। তিনি তাঁর মৌসুমের সেরা পারফরম্যান্সের করেছেন। ২.২৬ মিটারে বার অতিক্রম করেছেন অনিল। লং জাম্পে জাতীয় রেকর্ডধারী তেজস্বিন শঙ্কর সপ্তম স্থানে (২.১০ মিটার) শেষ করেছেন। বৃহস্পতিবার ডেক্যাথলনে ব্রোঞ্জ জিতেছিলেন শঙ্কর। ৪০০ মিটার হার্ডলে সন্তোষ কুমার ৪০.০৯ সেকেন্ডের ব্যক্তিগত সেরা সময়ে ব্রোঞ্জ জিতেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।