The Ashes: দলগতভাবে চূড়ান্ত ব্যর্থ ইংল্যান্ড, সত্যি মেনে নিয়েই হোয়াইটওয়াশের ভয়ে ত্রস্ত বাটলার
1 মিনিটে পড়ুন . Updated: 02 Jan 2022, 04:04 PM IST- পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচে পরাজিত হয়ে ইতিমধ্যেই সিরিজ হেরে বসে আছে ইংল্যান্ড।
পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজের প্রথম তিনটি ম্যাচের প্রতিটিতেই দুরমুশ হতে হয়েছে ইংল্যান্ডকে। ব্যাট, বল বা ফিল্ডিং, কোনো বিভাগেই অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠেনি জো রুট, জোস বাটলাররা। সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার যে প্রবল শঙ্কা ইংল্যান্ড ক্রিকেটারদের মাথাতেও ঘুরছে, বাটলারের কথাই তা স্পষ্ট করে দেয়।
ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘আমাদের নিজের পরিস্থিতি নিয়ে আমরা ভীষণ হতাশ এবং বিরক্ত। সফর শুরু হওয়ার আগে আমরা যে ধরনের ক্রিকেট খেলার পরিকল্পনা করেছিলাম, তার বিন্দুমাত্রও খেলতে পারিনি। দলগতভাবে তো এক হয়ে খেলতে পারছিই না, ব্যক্তিগতভাবেও আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারিনি।আমরা একেবারেই ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে চাই না।’
সিরিজে ব্যাটিংয়ে তো রান পাচ্ছেনই না, বরং গুরুত্বপূর্ণ ক্যাচও ফেলেছেন বাটলার। নিজের দোষ শিকার করে, বাটলার মেনে নিচ্ছেন যে ফিল্ডিংয়ের ত্রুটি দলকে বেশ ভুগিয়েছে। ‘ক্যাচ ফেলে লুকাবার কোনো পথ থাকে না। ক্রিকেটের সবচেয়ে খারাপ দিক এটি। এর ফলে শুধু যে উক্ত ব্যক্তি তার প্রভাবে পড়ে তা নয়, গোটা দলকেই তার ফল ভুগতে হয়। মানসিকভাবে এমন সময়ে মজবুত হওয়ার দরকার।’ বুধবার (৫ জানুয়ারি) থেকে চতুর্থ টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। অবশেষে লড়াই করে কিছুটা হারানো সম্মান ইংল্যান্ড ফিরে পেতে পারে কি না, এখন সেটাই দেখার।