কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। প্রচলিত বাংলা প্রবাদটিকে যথাযথ প্রমাণ করল মাদুরাই প্যান্থার্স। নিজেদের একেবারে শেষ লিগ ম্যাচ জিতে চলতি তামিলনাড়ু প্রিমিয়র লিগের প্লে-অফের টিকিট নিশ্চিত করল তারা। এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল বিজয় শঙ্করদের তিরুপুর তামিলানসকে।
তিরুনেলভেলিতে লিগের ২৭ নম্বর ম্যাচে সম্মুখসমরে নামে মাদুরাই ও তিরুপুর। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মাদুরাই। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দলকে লড়াই করার রসদ এনে দেন।
ওপেনার সুরেশ লোকেশ্বর ৩৭ বলে ৪৪ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। অপর ওপেনার তথা ক্যাপ্টেন হরি নিশান্ত ২৭ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন। তিনিও ৩টি চার ও ২টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ভি আদিত্য ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৩৭ রানের যোগদান রাখেন।
এছাড়া স্বপ্নিল সিং ১৭, জগদীশান কৌশিক ১১ ও পি সরবন ৮ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন। তিরুপুরের হয়ে ত্রিলোক নাগ ৩৬ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন অজিত রাম, আলিরাজ ও মণিগন্দন।
জবাবে ব্যাট করতে নেমে তিরুপুর ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে আটকে যায়। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হার মানতে হয় তাদের। ব্যর্থ হয় তুষার রাহেজার লড়াকু অর্ধশতরান। ওপেন করতে নেমে তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫১ রান করে আউট হন।
এছাড়া বিশাল বৈদ্য ২১, রাজেন্দ্রন বিবেক ১১, বিজয় শঙ্কর ২৮, বি অনিরুদ্ধ ১১ ও পি ভুবনেশ্বরন ১৮ রান করেন। মাদুরাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন গুরজপনীত সিং ও অজয় কৃষ্ণ। ১টি করে উইকেট নেন মুরুগান অশ্বিন ও পি সরবন। ম্যাচের সেরা হন সুরেশ লোকেশ্বর।
এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্রথম চারে থাকা নিশ্চিত করে মাদুরাই। তারা এলিমিনেটরে মাঠে নামবে নেল্লাই রয়্যাল কিংসের বিরুদ্ধে। লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা কোবাই কিংস ও ডিন্ডিগুল ড্রাগনস প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে।
তামিলনাড়ু প্রিমিয়র লিগের প্লে-অফের সূচি:-
প্রথম কোয়ালিফায়ার: কোবাই কিংস বনাম ডিন্ডিগুল ড্রাগনস (৭ জুলাই)
এলিমিনেটর: নেল্লাই রয়্যাল কিংস বনাম মাদুরাই প্যান্থার্স (৮ জুলাই)
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল (১০ জুলাই)।
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল (১২ জুলাই)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।