সব থেকে বেশি ছক্কা, সেরা বোলিং, সর্বাধিক উইকেট, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, সব থেকে বেশি ক্যাচ, গ্রুপ লিগের শেষে চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যাবতীয় পরিসংখ্যান দেখে নিন।
1/6সব থেকে বেশি উইকেট: চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ লিগের খেলার শেষে সব থেকে বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দুনিথ ওয়েলালাগে। তিনি ৩ ম্যাচে ১৩টি উইকেট দখল করেছেন। এবারের বিশ্বকাপে একমাত্র বোলার হিসেবে দু'বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন দুনিথ।
2/6সেরা বোলিং: গ্রুপ লিগের এক ম্যাচে সেরা বোলিং পারফর্ম্যান্স উপহার দিয়েছেন পাকিস্তানের আওয়াইস আলি। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেন।
3/6সব থেকে বেশি ছক্কা: দক্ষিণ আফ্রিকার জর্জ ভ্যান হিরডেন তিন ম্যাচে সব থেকে বেশি ১০টি ছক্কা হাঁকিয়েছেন। ভারতের রাজ বাওয়া ৩ ম্যাচে মেরেছেন ৯টি ছক্কা। বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিস মেরেছেন ৩ ম্যাচে ৭টি ছক্কা। ভারতের অংকৃষ রঘুবংশী মেরেছেন ৬টি ছয়। এক ইনিংসে সব থেকে বেশি ৮টি করে ছক্কা মেরেছেন জর্জ ও রাজ। ভারতের রাজবর্ধন হাঙ্গার্গেকর এক ইনিংসে ৫টি ছক্কা হাঁকিয়েছেন। যুব বিশ্বকাপের এই তারকারা ভবিষ্যতে আইপিএল মাতানোর ইঙ্গিত দিয়ে রাখলেন।
4/6সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: ভারতের রাজ বাওয়া উগান্ডার বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে ১৬২ রান করে অপরাজিত থাকেন। এটিই এখনও পর্যন্ত চলতি যুব বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এছাড়া এক ইনিংসে দেড়শো রানের গণ্ডি টপকেছেন ইংল্যান্ডের টম প্রেস্ট। তিনি আমিরশাহির বিরুদ্ধে ১৫৪ রান করে অপরাজিত থাকেন।
5/6সব থেকে বেশি বার ৫০: চলতি যুব বিশ্বকাপের গ্রুপ লিগে সব থেক বেশি বার ৫০ রানের গণ্ডি টপকেছেন দক্ষিণ আফ্রিকার ব্রেভিস। তিনি ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন। সুতরাং, তিনটি ম্যাচেই তিনি ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে যান।
6/6সব থেকে বেশি ক্যাচ: বাংলাদেশের মফিজুল ইসলাম তিন ম্যাচে সব থেকে বেশি ৫টি ক্যাচ ধরেছেন। উইকেটকিপার হিসেবে অবশ্য সব থেকে বেশি শিকার ধরেছেন ইংল্যান্ডের হর্টন। তিনি ৮টি ক্যাচ ধরেছেন ও ১টি স্টাম্প আউট করেছেন।