নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগকে ভুয়ো প্রমাণ করতে আইনের দ্বারস্থ হলেন দেশের তারকা হকি খেলোয়াড় তথা অর্জুন পুরস্কার জয়ী বরুণ কুমার। এবার সেই আইনি লড়াই লড়তে তিনি হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তীর্কেকে চিঠি দিয়ে 'এফআইএইচ প্রো লিগ' থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন। তাঁর লেখা চিঠিতে তিনি দাবি করলেন যে তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তা করা হয়েছে তাঁকে বদনাম করে টাকা আদায় করার জন্য। এখানেই শেষ নয়, ভারতীয় হকি তারকা আরও দাবি করেছেন যে এই ভুয়ো অভিযোগের জন্য তাঁর শারীরিক ও মানসিক চাপ বেড়েছে। যদিও, হকি ইন্ডিয়ার তরফ থেকে তা মেনে নেওয়া হয়েছে এবং এই আইনি লড়াইয়ের জন্য ছাড় পর্যন্তও দেওয়া হয়েছে।
চিঠিতে বরুণ লিখেছেন, 'আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ এনেছে যে তাঁর সঙ্গে আমার আগের সম্পর্ক ছিল। এমনকী একটি এফআইআরও দায়ের করা হয়েছে এই বিষয়। যদিও পুলিশের তরফ থেকে আমার কাছে কোনও ফোন আসেনি। এই মিথ্যে অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমি দীর্ঘদিন ধরে যে পরিচিতি গড়েছি, সেটাকে বদনাম করা। এছাড়াও আমার থেকে টাকা আদায় করার উদ্দেশ্যেও এটা করা হয়েছে। যেই মহিলা আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে, সে ভালো করেই জানে আমার হকি কেরিয়ার সম্পর্কে এবং এটাও ভালো করে জানে যে আমি অর্জুন পুরস্কার পেয়েছি। এই অভিযোগের জন্য আমার শারীরিক ও মানসিক চাপ দিনদিন বেড়ে চলেছে।'
চিঠিতে আরও লেখা হয়েছে, 'যেহেতু আমার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তাই আমাকে আইনি লড়াই লড়তে হবে এবং তার জন্য আমাকে এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে। দুর্ভাগ্যবশত আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হবেনা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা। এই অভিযোগের জন্য শুধু আমার উপরই নয়, আমার গোটা পরিবারের উপরও চাপ এসেছে। একজন খেলোয়াড় হিসেবে আমাকে ছোটবেলা থেকেই জিনিসটাই শেখানো হয়েছিল যে পরিস্থিতি যাই হোক না কেন লড়াই চালিয়ে যেতে হবে এবং সেই কারণেই আমি এই মুহূর্তে আপনাদের সাহায্য চাই।' যদিও এই চিঠি শুধু হকি ইন্ডিয়ার সভাপতিকেই নয়, পাঠানো হয়েছে দলের প্রধান কোচ ক্রেগ ফুলটন এবং এইচআই সচিব ভোলানাথ সিংকেও।
উল্লেখ্য, বরুণের বিরুদ্ধে সোমবার একটি ২২ বছরের মহিলা অভিযোগ আনেন যে হকি তারকা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে লাগাতার ধর্ষণ করেছিলেন। সেই মহিলা আরও দাবি করেন যে বরুনের সঙ্গে তাঁর প্রেম শুরু হয় ইনস্টাগ্রাম দিয়ে ২০১৮ সালে। যদিও এইচআই সূত্র জানিয়েছেন সেই মহিলা একজন ভলিবল খেলোয়াড়, কিন্তু বর্তমানে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত নন এবং চাকরি করছেন একজন বিমান সেবিকা হিসেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।