বাংলা নিউজ > ময়দান > Varun Kumar: ধর্ষণের অভিযোগে বিদ্ধ, হকি প্রো লিগ থেকে নাম তুললেন এই তারকা, 'টাকা তুলতেই এই কাজ'

Varun Kumar: ধর্ষণের অভিযোগে বিদ্ধ, হকি প্রো লিগ থেকে নাম তুললেন এই তারকা, 'টাকা তুলতেই এই কাজ'

বরুণ কুমার। ছবি-এইচটি প্রিন্ট (HT_PRINT)

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ। চাঞ্চল্য অভিযোগ উঠলো অর্জুন পুরস্কার জয়ী হকি খেলোয়াড়ের বিরুদ্ধে। বাধ্য হয়েই এবার হকি প্রো লিগ থেকে নাম প্রত্যাহার করলেন তিনি।

নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগকে ভুয়ো প্রমাণ করতে আইনের দ্বারস্থ হলেন দেশের তারকা হকি খেলোয়াড় তথা অর্জুন পুরস্কার জয়ী বরুণ কুমার। এবার সেই আইনি লড়াই লড়তে তিনি হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তীর্কেকে চিঠি দিয়ে 'এফআইএইচ প্রো লিগ' থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন। তাঁর লেখা চিঠিতে তিনি দাবি করলেন যে তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তা করা হয়েছে তাঁকে বদনাম করে টাকা আদায় করার জন্য। এখানেই শেষ নয়, ভারতীয় হকি তারকা আরও দাবি করেছেন যে এই ভুয়ো অভিযোগের জন্য তাঁর শারীরিক ও মানসিক চাপ বেড়েছে। যদিও, হকি ইন্ডিয়ার তরফ থেকে তা মেনে নেওয়া হয়েছে এবং এই আইনি লড়াইয়ের জন্য ছাড় পর্যন্তও দেওয়া হয়েছে।

চিঠিতে বরুণ লিখেছেন, 'আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ এনেছে যে তাঁর সঙ্গে আমার আগের সম্পর্ক ছিল। এমনকী একটি এফআইআরও দায়ের করা হয়েছে এই বিষয়। যদিও পুলিশের তরফ থেকে আমার কাছে কোনও ফোন আসেনি। এই মিথ্যে অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমি দীর্ঘদিন ধরে যে পরিচিতি গড়েছি, সেটাকে বদনাম করা। এছাড়াও আমার থেকে টাকা আদায় করার উদ্দেশ্যেও এটা করা হয়েছে। যেই মহিলা আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে, সে ভালো করেই জানে আমার হকি কেরিয়ার সম্পর্কে এবং এটাও ভালো করে জানে যে আমি অর্জুন পুরস্কার পেয়েছি। এই অভিযোগের জন্য আমার শারীরিক ও মানসিক চাপ দিনদিন বেড়ে চলেছে।'

চিঠিতে আরও লেখা হয়েছে, 'যেহেতু আমার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তাই আমাকে আইনি লড়াই লড়তে হবে এবং তার জন্য আমাকে এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে। দুর্ভাগ্যবশত আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হবেনা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা। এই অভিযোগের জন্য শুধু আমার উপরই নয়, আমার গোটা পরিবারের উপরও চাপ এসেছে। একজন খেলোয়াড় হিসেবে আমাকে ছোটবেলা থেকেই জিনিসটাই শেখানো হয়েছিল যে পরিস্থিতি যাই হোক না কেন লড়াই চালিয়ে যেতে হবে এবং সেই কারণেই আমি এই মুহূর্তে আপনাদের সাহায্য চাই।' যদিও এই চিঠি শুধু হকি ইন্ডিয়ার সভাপতিকেই নয়, পাঠানো হয়েছে দলের প্রধান কোচ ক্রেগ ফুলটন এবং এইচআই সচিব ভোলানাথ সিংকেও।

উল্লেখ্য, বরুণের বিরুদ্ধে সোমবার একটি ২২ বছরের মহিলা অভিযোগ আনেন যে হকি তারকা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে লাগাতার ধর্ষণ করেছিলেন। সেই মহিলা আরও দাবি করেন যে বরুনের সঙ্গে তাঁর প্রেম শুরু হয় ইনস্টাগ্রাম দিয়ে ২০১৮ সালে। যদিও এইচআই সূত্র জানিয়েছেন সেই মহিলা একজন ভলিবল খেলোয়াড়, কিন্তু বর্তমানে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত নন এবং চাকরি করছেন একজন বিমান সেবিকা হিসেবে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আংশিক কর্মবিরতির ঘোষণা বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের, চলবে ৪৮ ঘণ্টা নবমীতে মেয়ের মা হলেন নীনা গুপ্তা-কন্যা, ২য় বিয়ের দেড় বছরের মাথায় এল সুখবর পুজোর দিনে বাড়ির সামনে বাংলাদেশের সাংবাদিকের কবজি কেটে খুন,ছিলেন প্রতিবাদের মুখ বিশ্বকাপের সব ম্যাচে হার শ্রীলঙ্কার, নিউজিল্যান্ডের জয়ে চাপ বাড়ল ভারতের নবমীর সাজে নজরকাড়া, শাড়ির আঁচলে ঢাকা কোয়েলের বেবি বাম্প! কবে আসছে ২য় সন্তান? উৎসবের মধ্যেই পথে নামল নাগরিক সমাজ, সিবিআই চার্জশিটের বিরুদ্ধে সিজিও অভিযান IND vs BAN 3rd T20I Live: সূর্যকে নিয়ে পাওয়ার প্লে-তে তাণ্ডব চালাচ্ছেন স্যামসন এবার বিসর্জনের বাবুঘাটেও উঠল স্লোগান, জাস্টিস ফর আরজি কর! পুলিশ কি এবার ধরবে? আটপৌরে শাড়িতে যেন রাজ-রানি! ঢাকের তালে সিঁদুর খেলায় মাতলেন কাজল, চলল কোলাকুলি ‘আসছে বছর আবার হবে’ বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান এই শুভেচ্ছাবার্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.