বাংলা নিউজ > ময়দান > ভিডিয়ো: দীর্ঘ চার মাস বাদে ফের ব্যাট হাতে নেটে অনুশীলনে উইলিয়ামসন! বিশ্বকাপে কি খেলবেন?

ভিডিয়ো: দীর্ঘ চার মাস বাদে ফের ব্যাট হাতে নেটে অনুশীলনে উইলিয়ামসন! বিশ্বকাপে কি খেলবেন?

ফের ব্যাট হাতে অনুশীলনে কেন উইলিয়ামসন (ছবি-টুইটার)

চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন কেন উইলিয়ামসন। আর সেই ক্ষেত্রেই বড় এক পদক্ষেপ নিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার। দীর্ঘ চার মাস বাদে ব্যাট হাতে নেটে ফিরেছেন তিনি। খেলেছেন বেশ কয়েকটি থ্রোডাউন। চার মাস বাদে ব্যাট হাতে ফেরার অনুভূতিই তাঁর কাছে আলাদা, সেটাই এবার জানালেন কেন উইলিয়ামসন।

শুভব্রত মুখার্জি: গত আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। গুজরাট টাইটানসের হয়ে ম্যাচ চলাকালীন হাঁটুতে বাজেভাবে চোট পান কিউয়ি অধিনায়ক। তারপর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। আদৌও বিশ্বকাপের আগে বাইশ গজে ফিরতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তবে তার মধ্যেই সমর্থকদের জন্য যেন দেখা গেল কিছুটা আশার আলো। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন কেন উইলিয়ামসন। আর সেই ক্ষেত্রেই বড় এক পদক্ষেপ নিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার। দীর্ঘ চার মাস বাদে ব্যাট হাতে নেটে ফিরেছেন তিনি। খেলেছেন বেশ কয়েকটি থ্রোডাউন। চার মাস বাদে ব্যাট হাতে ফেরার অনুভূতিই তাঁর কাছে আলাদা, সেটাই এবার জানালেন কেন উইলিয়ামসন।

প্রসঙ্গত গত এপ্রিলে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এরপরে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি এখন ধীরে ধীরে সেরে ওঠার পথে। কয়েক দিন আগেই নিজের বাড়িতে নিজের সন্তানদের সঙ্গে ক্রিকেট খেলার ভিডিয়ো পোস্ট করেছিলেন কেন উইলিয়ামসন। এরপরে বহু দিন পরে আবার নিজের ছবি পোস্ট করলেন তিনি। এবারে একেবারে নেটে অনুশীলনের ছবি পোস্ট করলেন। দীর্ঘ বিরতির পরে মঙ্গলবার প্রথম ব্যাট হাতে নেটে অনুশীলন করেন তিনি। ব্যাটিংয়ের একটি ভিডিয়ো তাঁর সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কয়েকটি থ্রো খেলার জন্য ব্যাট হাতে নেটে ফেরা দারুণ অনুভূতির।’ কয়েক মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে কেন উইলিয়ামসনের এই ভিডিয়ো ভাইরাল হতে থাকে।

গত আইপিএলে হাঁটুর লিগামেন্টে চোট পান কেন উইলিয়ামসন। গত ৩১ মার্চ, আইপিএলের উদ্বোধনী ম্যাচে বাউন্ডারিতে ছক্কা বাঁচাতে গিয়ে বাজেভাবে পড়ে যান কেন। ছক্কা আটকাতে পারলেও চোট এড়াতে পারেননি তিনি। দেশে ফিরতে হয়েছিল ক্রাচে ভর দিয়ে। ডাক্তাররা জানান কেনের এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। অস্ত্রোপচার করা ছাড়া কোনও উপায় ছিল না তাঁর। পরের মাসেই অপারেশন হয় উইলিয়ামসনের। অস্ত্রোপচারের পর এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ৬ মাসের মতো সময় লাগে। আর তা হিসেব করেই আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে উইলিয়ামসনকে পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়। মেন্টর হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গে যেতে পারেন উইলিয়ামসন এমন রটনা রটে। বিশ্বকাপের বাকি আর দুই মাস। এই সময়ে উইলিয়ামসনের ব্যাটিংয়ে ফেরা নিউজিল্যান্ড দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কিউয়িদের বিশ্বকাপ অভিযান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মোদীর US সফরের আগে ভারত সরকারের নামে সেদেশে মামলা পান্নুনের, পঞ্জাবে তৎপর NIA অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে হতে পারে স্মৃতিশক্তি নষ্ট, বলছে গবেষণা IND vs BAN: অফ-স্পিনে ৩৯ বার আউট! কোহলিকে রোগ সারানোর কড়া দাওয়াই শাস্ত্রীর মলদ্বীপকে ৮৩৪ কোটি টাকার 'স্বস্তি' ভারতের, সাহায্যে আপ্লুত মুইজ্জুর সরকার India Under-19 বনাম Australia Under-19 ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? মশাল মিছিলের রাতে হঠাৎ দুর্যোগ! আরজি কর নিয়ে অদম্য কলকাতা,‘যতই আসুক বৃষ্টি ঝড়…’ গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন শ্রীলঙ্কায়, কেন দ্বীপরাষ্ট্রের ভোটে নজর ভারতের? 'অনেক ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি…' মুখোশধারীদের নিয়ে মুখ খুললেন কৌশানী আজ কারা সঙ্গীর আচরণে উত্থান-পতন দেখতে পাবেন? দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল জন্মদিনে ৫ উইকেট নিয়ে রিটার্ন গিফট দেশকে, অনন্য কৃতিত্বে রশিদ খানই বিশ্বের প্রথম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.