একটি করে উইকেট নিচ্ছিলেন। আর ক্রিশ্চিয়ানো রোলান্ডোর মতো সিউ সেলিব্রেশনে মেতে উঠছিলেন। শনিবার অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ টিমের ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে রোনাল্ডোকেই নকল করলেন ভারতের তরুণ তারকা পেসার রবি কুমার।
শনিবার ভারতে রবির উদয়ের সঙ্গে সঙ্গেই অস্তাচলে গিয়েছিল বাংলাদেশের দাপট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে গত বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একেবারে খড়কুটোর মতোই উড়িয়ে দেয় টিম ইন্ডিয়া। ম্যাচের শুরুতেই রবি কুমারের দাপটে মাত্র ১৪ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। তিনটি উইকেটই নেন রবি। আর প্রতিটি উইকেট নেওয়ার পরে রোনাল্ডোর জনপ্রিয় সিউ সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। যেটা নেটপাড়ায় তীব্র আলোড়ন ফেলে দিয়েছে। রবির সেলিব্রেশন এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রবি ৭ ওভার বল করে ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
শনিবার টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। ৩৭.১ ওভারে ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ বল বাকি থাকতে ১১৭ রান করে ভারত। ৫ উইকেটে তারা ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যায়। শেষ চারে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
দু' বছর আগের বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হারের যন্ত্রণাটা ভারত এত দিন ধরে বয়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত শনিবার রাতে মধুর প্রতিশোধটা নিয়ে ফেলল যশ ধুলের টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।