চলতি বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে অসমকে টানছেন রিয়ান পরাগ। চার ম্য়াচে মাঠে নেমে দ্বিতীয়বার ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান তিনি। রাজস্থানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ১১৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন রিয়ান। এবার সিকিমের বিরুদ্ধে ১২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি।
সিকিমের বিরুদ্ধে ৯৩ বলের আগ্রাসী ইনিংসে রিয়ান ৫টি চার ও ৭টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, প্রতিপক্ষ সিকিম রিয়ানের একার রানই টপকাতে পারেননি। অসমের ৮ উইকেটে ৩০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে তারা ৩৬ ওভারে ১২৭ রানে অল-আউট হয়ে যায়। ১৮০ রানের বিশাল ব্যাবধানে ম্যাচ জেতে অসম।
আরও পড়ুন:- Bengal vs Puducherry: অনুষ্টুপের শতরানে পুদুচেরিকে বিধ্বস্ত করল বাংলা
সল্ট লেকে এলিট বি-গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অসম। নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকলেও তিনশো রানের গণ্ডি টপকে যেতে বিশেষ অসুবিধা হয়নি তাদের। রিয়ানের সেঞ্চুরির পাশাপাশি হাফ-সেঞ্চুরি করেন শিবশঙ্কর রায়। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন। এছাড়া অম্লানজ্যোতি ৪৭ ও স্বরূপম ৩৪ রান করেন। ২টি করে উইকেট নেন সুমিত সিং ও অঙ্কুর মালিক।
সিকিমের হয়ে সব থেকে বেশি ৪০ রান করেন পালজর তামাং। ৩৬ রান করেন লি ইয়ং লেপচা। অনবদ্য শতরান করার পাশাপাশি বল হাতে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেটও নেন রিয়ান। এছাড়া অসমের সুনীল লাচিত ৩৩ রানে ৩টি উইকেট দখল করেন। ২টি উইকেট পকেটে পোরেন মুখতার হুসেন।