আমদাবাদ টেস্টের তৃতীয় দিনে নিঃসন্দেহে শুভমন গিল সবচেয়ে উজ্জ্বল ব্যাটার। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি চুপচাপ নিজের কাজ করে গিয়েছেন। নিজের খেলার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে ১৫ ইনিংস পর অর্ধশতরান করলেন কোহলি। চতুর্থ দিনও ব্যাটারদের জন্য পিচ ভালো থাকবে বলে মনে করা হচ্ছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে অর্ধশত রানকে তিন সংখ্যার রানের পরিণত করতে মরিয়া চেষ্টা করবে কোহলি।
শুভমন গিলের তৈরি করা রেকর্ডের সঙ্গে সঙ্গে কিং কোহলিও কয়েকটি রেকর্ড ভেঙেছেন। দেশের মাঠে ৪ হাজার রানের গন্ডি টপকেছেন তিনি। দ্রুততম ৪ হাজার রান করার ক্ষেত্রে তিন নম্বরে রয়েছেন বিরাট। ৭৭ ইনিংসে এই রান করার নজির গড়লেন তিনি। ছাড়িয়ে গিয়েছেন ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরকে। ভারতে কোহলির গড় ৫৮.৮২।
বিরাট আরও একটি রেকর্ড তৈরি করেছেন যা ভারতের সামনে থাকা বিশাল রানের পাহাড়ের জন্য ধরা পড়েনি। ব্রায়ান লারাকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন তিনি। প্রায় ১৪ মাস পর এটিই তাঁর প্রথম টেস্ট অর্ধশতরান।
৩৪ বছর বয়সী এই প্রাক্তন অধিনায়ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ ম্যাচে ১০৪ ইনিংসে ৪৭২৯ রান করেছেন। ব্যাটিং গড় ৫০.৮৪। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫টি শতরান ও ২৪টি অর্ধশতরান রয়েছে তাঁর। যার মধ্যে সেরা ব্যক্তিগত রান ১৬৯। অন্যদিকে লারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ ম্যাচে ১০৮ ইনিংসে ১২টি সেঞ্চুরি এবং ২৬টি হাফ সেঞ্চুরি সহ ৪৭১৪ রান করেছেন। অজিদের বিরুদ্ধে লারার সর্বোচ্চ রান হল ২৭৭। যা তিনি ১৯৯৩ সালে করেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ১১০ ম্যাচ ১৪৪ ইনিংসে তেন্ডুলকর ৪৯.৬৮ গড়ে ৬ হাজার ৭০৭ রান নিজের নামে করে রেখেছেন। অজিদের বিপক্ষে তাঁর মোট ২০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সেরা ব্যক্তিগত রান অপরাজিত ২৪১।
২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে শেষ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। তারপর থেকে তাঁর ব্যাটিংয়ে খরা শুরু হয়। তবে গত বছর এশিয়া কাপ থেকে নিজের পুরনো ছন্দে ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন। টি-টোয়েন্টিতে নিজের প্রথম শত রান করেছেন। ৪টি ওডিআইয়ের মধ্যে তিনটিতে শতরানের গণ্ডি পার করেছেন। বাকি আছে এখন শুধুমাত্র টেস্ট। আজ শুরু থেকেই সেই লক্ষ্যেই ঝাপিয়েছেন বিরাট কোহলি।