বাংলা নিউজ > ময়দান > Dope test of Indian cricketers: ২৯ মাসে একবারও ডোপ পরীক্ষা হয়নি বিরাটের! ২০২৩-র ৫ মাসে সর্বাধিক টেস্ট CSK তারকার

Dope test of Indian cricketers: ২৯ মাসে একবারও ডোপ পরীক্ষা হয়নি বিরাটের! ২০২৩-র ৫ মাসে সর্বাধিক টেস্ট CSK তারকার

বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Dope test of Indian cricketers: চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রিপোর্ট আপাতত প্রকাশ করা হয়েছে। এই সময়ের মধ্যে রবীন্দ্র জাদেজার তিনবার মূত্রের নমুনা সংগ্রহ করা হয় অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে। সম্প্রতি নাডার তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টেই প্রকাশ পেয়েছে এই তথ্য।

শুভব্রত মুখার্জি: যে কোনও ক্রীড়াক্ষেত্রে ডোপিংয়ের বিরুদ্ধে লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। খেলাকে স্বচ্ছ রাখতে ভীষণভাবে এই ব্যবস্থার প্রয়োজন রয়েছে। নিষিদ্ধ ওষুধ বা ড্রাগ সেবন করে যাতে কোনও ক্রীড়াবিদ তাঁর পারফরম্যান্সের ক্ষেত্রে অন্যের থেকে বেশি সুবিধা না নিতে পারেন, লড়াইটা যাতে সাম্যের ভিত্তিতেই লড়া যায়, তা নিশ্চিত করতেই মাঝেমধ্যেই এই ডোপ টেস্ট হঠাৎ-হঠাৎ করেই করে থাকে বিভিন্ন দেশের অ্যান্টি ডোপিং এজেন্সি। ভারতে ২০২৩ সালে এখনও পর্যন্ত সবথেকে বেশিবার অ্যান্টি ডোপিং এজেন্সির পরীক্ষার সামনে পড়তে হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।একদিকে জাদেজাকে যখন বারবার পরীক্ষা করা হয়েছে তখন অন্যদিকে এখন পর্যন্ত একবার ও এই টেস্টের সম্মুখীন হতে হয়নি ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে!

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রিপোর্ট আপাতত প্রকাশ করা হয়েছে। এই সময়ের মধ্যে রবীন্দ্র জাদেজার তিনবার মূত্রের নমুনা সংগ্রহ করা হয় অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে। সম্প্রতি নাডার তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টেই প্রকাশ পেয়েছে এই তথ্য। পাশাপাশি জানা গিয়েছে, পুরুষ এবং মহিলা ক্রিকেটার মিলিয়ে মে মাস পর্যন্ত মোট ৫৫ জনের মূত্রের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এই পাঁচ মাসে একাধিক ক্রিকেটারের নমুনা পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির নমুনা একবারের জন্যও পরীক্ষা করা হয়নি। ২০২১ সাল এবং ২০২২ সালে রোহিতকে সবথেকে বেশিবার পরীক্ষার মুখে পড়তে হয়েছিল (তিনবার)। বিরাটকে তো ২০১১ এবং ২০২২ সালে একবারও পরীক্ষার মুখে পড়তে হয়নি।

নাডার ওয়েবসাইটেই এই তথ্য দেওয়া হয়েছে। পাশাপাশি মোট পরীক্ষার অর্ধেকের ও বেশি পরীক্ষা করা হয়েছে 'আউট অফ কম্পিটিশন' অর্থাৎ প্রতিযোগিতার বাইরে। মানে প্রতিযোগিতা না চলাকালীন এই পরীক্ষা করা হয়েছে নাডার তরফে। নাডার তরফে গত দুই বছরে যত পরীক্ষা করা হয়েছে, এই বছর তার থেকে অনেক বেশি নমুনা পরীক্ষা করা হবে বলেই আশা করা হচ্ছে। ২০২১ সালে নাডা ৫৪ জন এবং ২০২২ সালে নাডা ৬০ জন ক্রিকেটারের নমুনা পরীক্ষা করেছিল।

রবীন্দ্র জাদেজার পাশাপাশি অপর এক তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার মূত্রের নমুনা এই বছর এপ্রিলে একবার পরীক্ষা করা হয়েছে। ২০২৩ সালে ভারতীয় দুই তারকা মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধনার ইতিমধ্যে একবার করে নমুনা পরীক্ষা করা হয়ে গিয়েছে। তবে শুধু মূত্র নয়, রক্তের নমুনা ও পরীক্ষা করা হয়েছে। আরও ভারতীয় ক্রিকেটার নটরাজনকে তো আবার এপ্রিলেই দু'বার নমুনা পরীক্ষা দিতে হয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই বছরে যাদের নমুনা পরীক্ষা হয়েছে সেই তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিষান,মহম্মদ সিরাজ। এছাড়াও যেসব বিদেশি ক্রিকেটারের নমুনা পরীক্ষা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার, রশিদ খান, জোফ্রা আর্চার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন