শুভব্রত মুখার্জি:- ভারতীয় রেসলিং অর্থাৎ কুস্তি জগতে বিতর্ক যেন থেমে ও থামতে চাইছে না। জাতীয় ক্রীড়া নীতি না মানার ফলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সদ্য নির্বাচিত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার গোটা দলকে। ফলে স্বাভাবিকভাবেই নিষেধাজ্ঞার কবলে পড়েছেন সদ্য নির্বাচিত সভাপতি সঞ্জয় সিং ও। ভারতীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।আর এমন আবহেই কেন্দ্রীয় সরকারের সামনে তাদের অবস্থানের ব্যাখ্যা দেওয়ার কথা জানিয়েছেন সদ্য নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট সঞ্জয় সিং।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় সিং বলেছেন যে তিনি ক্রীড়ামন্ত্রকের সঙ্গে কথা বলবেন। ব্যাখ্যা দিয়ে বোঝাবেন যে তারা কোনও ধরনের কোনও নিয়ম ভাঙেননি। পাশাপাশি আপিল করবেন যাতে তাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সেই বিষয়ে। সঞ্জয় সিং জানিয়েছেন, 'আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলব। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে ও কথা বলব। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে ও বিষয়টি নিয়ে কথা বলব। ছোট ছোট ছেলে মেয়ে (কুস্তিগীর) ভবিষ্যত অনিশ্চিয়তার মধ্যে পড়ছে। তাদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে। এক্সিকিউটিভ কমিটির কিছু সদস্য যাবেন। তারা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে কথা বলবেন। সাসপেনশন যদি না ওঠে তাহলে আমরা আইনি পথেও হাঁটব।'
যৌন হেনস্থা কান্ডে অভিযুক্ত প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তিনি বলেছেন, 'যখন নতুন ফেডারেশন গঠন করা হয়েছে তখন ব্রিজভূষণ শরণ শর্মাকে আগে থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল। উনি আগেই জানিয়েছেন উনি রেসলিং থেকে অবসর নিয়েছেন। সাক্ষী ও জানিয়েছে যে ও রেসলিং থেকে অবসর নিয়েছে। দুজনেই এই মুহূর্তে অবসর নিয়েছে। তাই আমি আশা রাখব দুজনেই যাতে আমাদের ফেডারেশন যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেটা লক্ষ্য রাখবে। ন্যাশনাল গেমস আসলেই সমস্ত কার্যক্রমকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। আমি এবং ব্রিজভূষণ শরণ শর্মা দুজনেই আলাদা আলাদা কমিউনিটির লোক। যখন উনি সভাপতি ছিলেন আমি তখন যুগ্ম সচিব ছিলাম। সেই সময় থেকে আমাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। এবং সম্পর্ক রয়েছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।