কীভাবে কামব্যাক করতে হয় তা বুঝিয়ে দিয়েছেন অজিঙ্কা রাহানে। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর, মনে করা হয়েছিল আর কোনও দিন ফিরে আসতে পারবেন না তিনি। সেই সব জল্পনাকে ভুল প্রমাণিত করেছেন রাহানে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নজরকাড়া পারফরম্যান্স। তাঁর এই কামব্যাকে অনেকেই অবাক হয়ে যায়। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার উপহার হিসাবে ভারতীয় দলে সুযোগ পান তিনি। তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো ম্যাচে।
রাহানের এই কামব্যাকে অনেকেই যেমন অবাক হয়েছেন। ঠিক তেমনই অনেকেই অনুপ্রাণিত হয়েছে তাঁর এমন কামব্যাকে। বিশেষ করে ভারতীয় দলের অনেক ক্রিকেটারই অফফর্মের জন্য দলের বাইরে রয়েছেন। তাদের মনোবল অনেকটাই বাড়িয়েছে। তবে রাহানের কামব্যাক করার চেয়েও নজর কেড়েছে ক্যারিবিয়ান সফরের জন্য তাঁকে সহঅধিনায়ক নির্বাচিত করা। মাত্র এক ম্যাচ খেলার পরই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সহ অধিনায়ক হন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর এই কামব্যাক সত্যি শোরগোল ফেলে দেয়। এমনকী ক্যারিবিয়ান সফরেও গিয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেন রাহানে।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর ভারতে চলে এসেছেন তিনি। আপাতত বিশ্রামেই রয়েছেন জিঙ্কস। তবে জাতীয় দলের খেলা না থাকলেও তিনি নিজেকে ফিট রাখতে চান। সেই জন্য প্রতিদিন জিমে আলাদা করে সময় কাটাচ্ছেন ভারতীয় দলের এই সিনিয়র ক্রিকেটার। সম্প্রতি জিম সেশনের একটি ছবি পোস্ট করেছেন রাহানে। সেখানে তিনি লিখেছেন, ‘গত ৪ মাস খুব আনন্দের সঙ্গে ক্রিকেট খেলেছি। অনেক কিছুর মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। আমি গত চার মাস যে ক্রিকেট খেলেছি এখন নিজের ফিটনেস ঠিকঠাক রাখার সময় এসেছে। গত মরশুমে মুম্বইয়ের প্রতিনিধিত্ব করছি। এবারও তাই করব। প্রতিটি পর্যায়ে সবসময়ই আমার জন্য সম্মানের বিষয় ছিল এবং অক্টোবরে শুরু হতে যাওয়া ঘরোয়া মরশুমে আমার সেরা হওয়ার জন্য আমি আগামী ২ মাসে আমার ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করব।’
এখানেই থেমে থাকেননি তিনি। কেন তিনি কাউন্টি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তাও প্রকাশ্যে এনেছেন রাহানে। জিঙ্কস তাঁর সেই পোস্টে আরও লিখেছেন, 'তাই আমি লিসেস্টারশায়ারের সঙ্গে কাউন্টি খেলা থেকে বেরিয়ে আসার এবং ভারতীয় ঘরোয়া মরশুমের জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লিসেস্টারশায়ার আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে খুব বুঝতে পেরেছে এবং আমি ভবিষ্যতে তাদের সঙ্গে আমার সম্পর্ক পুনর্নবীকরণ করতে আশাবাদী।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।