অ্যান্টিগা টেস্টে ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে কার্যক একা লড়াই চালান জনি বেয়ারস্টো। তবে ব্রিটিশদের বিরুদ্ধে দলগত লড়াই চোখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের। জো রুটদের প্রথম ইনিংসে নাগালের মধ্যে বেঁধে রেখে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে পালটা লড়াই চালাচ্ছে। আপাতত দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় রয়েছে ক্যারিবিয়ানরাই।
শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিমেয় ২৬৮ রান তুলেছিল। ১০৯ রান করে অপরাজিত ছিলেন বেয়ারস্টো। তার পর থেকে খেলতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৩১১ রানে। বেয়ারস্টো ১৪০ রান করে আউট হন। জয়ডেন সিলস ৪টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২০২ রান তুলেছে। ক্যাপ্টেন ক্রেগ ব্রাথওয়েট ওপেন করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৫৫ রান করে সাজঘরে ফেরেন। অপর ওপেনার জন ক্যাম্পবেল করেন ৩৫ রান। ব্রুকস আউট হন ১৮ রান করে। ব্ল্যাকউড ফিরেছেন ১১ রানে।
জেসন হোল্ডার ৪৩ রানে অপরাজিত রয়েছেন। ৩৪ রানে ব্যাট করছেন বোনার। আপাতত প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের থেকে ১০৯ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের হাতে রয়েছে ৬টি উইকেট। ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন ক্রিস ওকস, ক্রেগ ওভার্টন, মার্ক উড ও বেন স্টোকস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।