ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ম্যাচের তৃতীয় দিনে ইংলিশ দলের ফাস্ট বোলার মার্ক উড চোটের কবলে পড়লেন। চোটের কারণে মাঠের বাইরে চলে গেলেন মার্ক উড। সারাদিন মাঠে দেখা যায়নি তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় দিনে কনুইয়ের চোটের কারণে উড আর বেশি ওভার বল করতে পারেননি। যা অন্য বোলারদের ওপর চাপ বাড়ায়। এখন পর্যন্ত ১৭ ওভার বোলিং করে উড ৪৫ রান দিয়েছেন। উডের শিকার ক্যারেবিয়ান দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
উডের চোট কতটা গুরুতর তা এখনও স্পষ্ট করেনি ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। তৃতীয় দিনে লাঞ্চের আগে মার্ক উড পুরোনো বলে চার ওভার এবং তারপর নতুন বলে এক ওভার বল করেন। চোটের কারণে বোলিংয়ে নিজের ১০০ শতাংশ দিতে পারেননি উড। ম্যাচের দ্বিতীয় দিনে তার বোলিং গতি ছিল ৮৯mph এবং তৃতীয় দিনে তিনি ৮৫mph গতিতে বল করছিলেন। ফলে বোঝা যাচ্ছে উডের চোটের গুরুত্ব কতটা ছিল।
উডের চোটের কারণে, জ্যাক লিচ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৪৩ ওভার বল করেছিলেন। যেখানে ক্রিগ ওভারটার্ন ৩২, ক্রিস ওকস ৩০ এবং বেন স্টোকস ২৮ ওভার বল করেছিলেন। ম্যাচের কথা বললে, তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬২ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এনক্রুমাহ বোনার সেঞ্চুরি করেন। বোনার করেন ১২৩ রান। তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছে ৯ উইকেট হারিয়ে ৩৭৩ রান। ইংল্যান্ডের হয়ে ক্রেইগ ওভারটার্ন ও বেন স্টোকস পেয়েছেন ২-২ উইকেট। প্রথম ইনিংসে ৩১১ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।