বাংলা নিউজ > ময়দান > বিশ্বকাপের ফাইনালই ছিল ক্যারিয়ারের শেষ ODI! অনন্য নজির শ্রীসন্তের

বিশ্বকাপের ফাইনালই ছিল ক্যারিয়ারের শেষ ODI! অনন্য নজির শ্রীসন্তের

অনন্য নজির শ্রীসন্তের (ছবি:গেটি ইমেজ)

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম বিতর্কিত চরিত্র এস. শ্রীসন্ত। শ্রীসন্ত বুধবারেই ভারতের ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা করেছেন। আর অবসর ঘোষণার সাথে সাথে ভারতীয় ক্রিকেটার হিসাবে এক বিরল কৃতিত্বকে সঙ্গী করে অবসরের দুনিয়াতে পা রাখলেন তিনি।

শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম বিতর্কিত চরিত্র এস. শ্রীসন্ত। ক্রিকেট ক্যারিয়ারে যেমন উল্কার গতিতে উত্থান, ঠিক তেমনই দ্রুতগতিতে তাকে 'পতনের' সম্মুখীন হতে হয়েছে। টি-২০ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় যেমন ক্যারিয়ারের হাইলাইটস ছিল, ঠিক তেমনই স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পরা,হরভজন সিংয়ের সঙ্গে আইপিএলের ম্যাচে মাঠেই মনোমালিন্য তার ক্যারিয়ারের অন্যতম অন্ধকারময় দিক। সেই শ্রীসন্ত বুধবারেই ভারতের ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা করেছেন। আর অবসর ঘোষণার সাথে সাথে ভারতীয় ক্রিকেটার হিসাবে এক বিরল কৃতিত্বকে সঙ্গী করে অবসরের দুনিয়াতে পা রাখলেন তিনি।

প্রসঙ্গত তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার যার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ ছিল বিশ্বকাপের ফাইনাল। আর কোন ভারতীয় ক্রিকেটারের দখলে নেই এমন বিরল নজির। ২০১১ বিশ্বকাপের ফাইনালে শেষবার ভারতের সিনিয়র দলের জার্সি গায়ে ২২ গজে নেমেছিলেন শ্রীসন্ত। বিশ্বকাপের সেই ফাইনালে ভারত, শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর বাদে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। আসুন একনজরে দেখে নেওয়া যাক সেই বিরল নজিরের তালিকা। সেখানে বিভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশের ক্রিকেটাররা তাদের ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন বিশ্বকাপের ফাইনালে:-

১) ১৯৭৫, রোহন কানহাই (ওয়েস্ট ইন্ডিজ)

২) ১৯৯২, ইমরান খান (পাকিস্তান)

৩) ১৯৯৯, পল রাইফেল (অস্ট্রেলিয়া)

৪) ২০০৭ , গ্লেন ম্যাকগ্রাথ (অস্ট্রেলিয়া)

৫) ২০১১, এস শ্রীসন্ত (ভারত)

৬) ২০১৫, মাইকেল ক্লার্ক, ব্র্যাড হ্যাডিন এবং মিচেল জনসন (অস্ট্রেলিয়া)

প্রসঙ্গত শ্রীসন্ত ভারতের হয়ে ২৭টি টেস্ট, ৫৩ টি ওয়ানডে এবং ১০টি টি-২০ ম্যাচ খেলেছেন। চলতি রঞ্জি মরশুমে কেরালার হয়ে প্রথম দুই ম্যাচে খেলেছিলেন শ্রীসন্ত। দুটি উইকেটও নেন তিনি। বুধবার সোশ্যাল মিডিয়াতে একাধিক টুইট করে এবং একটি ছোট ভিডিয়ো বানিয়ে তিনি তার অবসর নেওয়ার কারণ ব্যাখ্যা করেন। উল্লেখ্য ২০০৫ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল আক্রমণাত্মক মেজাজের এই বোলারের। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে তাকে আজীবন নির্বাসন দেওয়া হয়েছিল। পরবর্তীতে কোর্টের নির্দেশে শাস্তির মেয়াদ কমার পরে ২২ গজে ফিরেও ছিলেন শ্রীসন্ত। তবে সে ভাবে কিছু করতে না পারার কারণে তিনি অবসরের ঘোষণা করে বসলেন।

বন্ধ করুন