বাংলা নিউজ > ময়দান > WWE: স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ডব্লুডব্লুই খেলোয়াড় জেরি ললের

WWE: স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ডব্লুডব্লুই খেলোয়াড় জেরি ললের

জেরি ললের। ছবি টুইটার

৭৩ বছর বয়সি রেসলারকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় আমেরিকার ফ্লোরিডা প্রদেশের এক বেসরকারি হাসপাতালে। সেখানে তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা তো শুরু করা হয়। তার পাশাপাশি ডাক্তাররা তাঁর অপারেশন করারও সিদ্ধান্ত নেন।

শুভব্রত মুখার্জি: ডব্লুডব্লুই সমর্থকদের জন্য বুধবারের দিনটা অত্যন্ত উদ্বেগের সঙ্গে কাটল। সুপারস্টার তথা কিংবদন্তি খেলোয়াড় জেরি ললের আক্রান্ত হলেন স্ট্রোকে। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। হাসপাতালে পৌঁছনোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তাঁর চিকিৎসা। তাঁকে আপৎকালীন সাপোর্টে রাখা হয়। উল্লেখ্য ডব্লুডব্লুইর হল অফ ফেমেও নাম উঠেছিল তাঁর। সংবাদমাধ্যম টিএমজেডের রিপোর্ট অনুযায়ী হঠাৎ করেই বড়সড় স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েন তিনি।

৭৩ বছর বয়সি রেসলারকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় আমেরিকার ফ্লোরিডা প্রদেশের এক বেসরকারি হাসপাতালে। সেখানে তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা তো শুরু করা হয়। তার পাশাপাশি ডাক্তাররা তাঁর অপারেশন করারও সিদ্ধান্ত নেন। তাঁর অস্ত্রোপচারও করা হয়েছে। প্রো রেসলার রিকি মর্টন, জেরি ললেররের সুস্থতা কামনা করে টুইট করে লিখেছেন 'আমি আশা করব আমার বন্ধু সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে খুব ভালোবাসি জেরি। জেরির জন্য সকলে প্রার্থনা করুন, সুস্থতা কামনা করুন, ওঁর দীর্ঘায়ু কামনা করুন। সকলকে ধন্যবাদ। খুব শীঘ্রই ভালো খবর শুনব এই আশাতে রয়েছি।'

আমেরিকার সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দুপুরবেলা নিজের বন্ধুদেরকে সঙ্গে নিয়ে লাঞ্চে বেরিয়েছিলেন জেরি। সেখানেই ঘটে ঘটনাটি। তাঁর অপারেশনের পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। ফ্লোরিডির ফোর্ট মায়ার্সে নিজের বাড়িতে ফিরে গেছেন তিনি। সেখানেই ডাক্তারদের সর্বক্ষণের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। উল্লেখ্য ২০১৮ সালেও তাঁর স্ট্রোক হয়েছিল। ২০১২ সালেও ডব্লুডব্লুইর 'র' এঅটি ইভেন্ট চলাকালীন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন