বাংলা নিউজ > ময়দান > দলে বেশি বদলের দরকার নেই, বিশ্বকাপের আগে বাবরকে পরামর্শ ইউনিসের

দলে বেশি বদলের দরকার নেই, বিশ্বকাপের আগে বাবরকে পরামর্শ ইউনিসের

ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান দল (AP)

যারা  আছে তাদের ওপরেই আস্থা রাখতে বলছেন প্রাক্তন পাক অধিনায়ক

অক্টোবর থেকেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগেই পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার প্রতি সতর্কবার্তা ধরা পড়ল প্রাক্তন পাক তারকার গলাতে। প্রাক্তন পাক তারকা ব্যাটার ইউনিস খান মনে করেন এই মুহূর্তে দাঁড়িয়ে দলে একাধিক পরিবর্তন কখনই কাম্য নয়। তাঁর মতে বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান দল এই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। ফলে বাবর,রামিজ রাজাদের আরো সতর্ক হতে হবে দল নির্বাচনের বিষয়ে। করাচিতে একটি টেপ বল টুর্নামেন্টে এসে এই মন্তব্য করেছেন তিনি।

ইউনিস খানের বক্তব্য 'সবসময়তেই এই বিষয়টি নিয়ে হইহল্লা হতে থাকে যে দলে নিয়মিত পরিবর্তন প্রয়োজন। আমরা গতবার এটা চেষ্টাও করেছিলাম। এবার অবশ্য আমি মনে করি এটা করে নিজেদেরকে বিড়াম্বনায় ফেলার কোন জায়গা নেই। আমাদের কোচ, অধিনায়ক এবং অবশ্যই পিসিবিকে এই খেলোয়াড়দেরকেই যতটা ব্যবহার করা উচিত। এই ক্রিকেটাররাই এই মুহূর্তে তোমার দেশের সেরা ক্রিকেটার। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য জায়গা থেকে অন্য একজন ক্রিকেটারকে হঠাৎ করে দলে ঢুকিয়ে দেওয়াটা ঠিক হবে না। এরাই সেরা ক্রিকেটার সে বিষয়ে আমার কোন সন্দেহই নেই।'

এরপর তিনি দলীয় ক্রিকেটারদের পরামর্শ ও দিয়েছেন। তাদেরকে পরিবেশ পরিস্থিতি বুঝে খেলার পরামর্শ তিনি দিয়েছেন। ইউনিস খান বলেন ' ক্রিকেট খেলাটা হল আত্মত্যাগের একটা খেলা। যখন জাতীয় দলের হয়ে খেলছ তখন এটা তোমাকে মাথায় রাখতেই হবে। তখন আমি এই স্টাইলেই খেলি এবং এভাবেই খেলব এটা করলে হবে না। পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী তোমাকে নিজেকে বদলাতে হবে। এটা তোমাকে দেশের জন্য করতে হবে। যে কোটি কোটি সমর্থক তোমাকে সমর্থন করছে তাদের জন্য করতে হবে। এই ভাবনা যখন তুমি ভাববে। তখন পাকিস্তানের হয়ে খেলা এবং মাঠে তোমার ভাল পারফরম্যান্স করা কেউ আটকাতে পারবে না।'

উল্লেখ্য বর্তমানে পাক দল দেশের মাটিতে টি-২০ সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ৭ ম্যাচের এই সিরিজে ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই দেশের। আপাতত সিরিজের ফলাফল ২-২। গত রবিবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে মাত্র তিন রানে জিতেছে পাক দল। ফলে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয়েছে বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন