চার ওভারে দরকার ছিল ৫৪ রান। সেখানে একটা ওভারই খেলার মোড় ঘুরিয়ে দিল। শেষপর্যন্ত চার বল বাকি থাকতেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে জিম্বাবোয়েকে হারিয়ে দিল আফগানিস্তান।
শনিবার হারারেতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। সিকন্দর রাজার ৩১ বলে ৪৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৯ রান তোলেন ক্রেগ এরভিনরা। সঙ্গে ২৪ বলে ৩২ রান করেন ওয়েসলি মাধেবেরে। গুরুত্বপূর্ণ রান করেন রেগিস চাকাবভা। আফগানিস্তানের হয়ে চার উইকেটে ২১ রান দিয়ে এক উইকেট নেন রশিদ খান। তিন উইকেট নেন নিজাত মাসুদ। চার ওভারে ৩৯ রান দেন তিনি।
সেই রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে আফগানিস্তান। ১০ ওভারে বিনা উইকেটে ৮৩ রান তুলে ফেলেন হজরতুল্লাহ জাজাই। ১১ তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান রহমানুল্লাহ গুররাজ। সেই ওভারেই আরও দুটি উইকেট পড়ে যায়। একটা সময় যেখানে স্কোর ছিল বিনা উইকেটে ৮৩, এক ওভারের ব্যবধানে সেটাই দাঁড়ায় তিন উইকেট ৮৬ রান।
সেখান থেকে আফগানিস্তানের হাল ধরেন দারউইশ রাসুলি এবং নাজিবুল্লাহ জারদান। তবে রানের গতি কমে যায়। রাসুলি ২০ বলে ১১ রান করেন। তার জেরে নেট রানরেট ক্রমশ বাড়তে থাকে। সেই পরিস্থিতিতে ১৭ তম ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেন নাজিবুল্লাহ। ব্লেসিং মুজারাবানির ওভারে ২৬ রান ওঠে। প্রথম বলে চার হয়। দ্বিতীয় বল উটে যায় মাঠের বাইরে। তারপর নো বল করে বসেন ব্লেসিং। সেই বলও মাঠের বাইরে গিয়ে পড়ে। তারপর দুটি ওয়াইড বল করেন। সবমিলিয়ে সেই ওভারে ২৬ রান ওঠে। তার সুবাদে ছয় উইকেটে অনায়াসে জিতে যায় আফগানিস্তান। ২৫ বলে অপরাজিত ৪৪ রান করায় ম্যাচের সেরা হন নাজিবুল্লাহ। যিনি এবার আইপিএলে খেলেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।