আপনি শুধু লিখে দিন। আর তা থেকেই চোখের নিমেষে মনপসন্দ ভিডিয়ো তৈরি করে দেবে 'Sora'। আলাদাভাবে সেই ভিডিয়ো এডিট করতে হবে না। ছিঁটেফোটাও খাটতে হবে না। এমনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ভিত্তিক টুল 'Sora' চালু করল মাইক্রোসফটের সাহায্যপ্রাপ্ত OpenAI। যে সংস্থা ChatGPT লঞ্চ করে ঝড় তুলে দিয়েছিল। যদিও OpenAI যে ধরনের টুল লঞ্চ করেছে, তা নতুন কোনও বিষয় নয়। অতীতে একইরকম প্রযুক্তির ব্যবহার করেছে গুগল, মেটার মতো তথ্যপ্রযুক্তি জায়ান্ট। স্টার্ট-আপ রানওয়ে এমএলও সেরকম প্রযুক্তি চালু করেছে। কিন্তু 'Sora' চালু হওয়ার ফলে ওই প্রযুক্তির ব্যাপকতা আরও বৃদ্ধি পেল বলে মত বিশেষজ্ঞদের। তবে এখনই সেটা ব্যবহার করতে পারবেন না সাধারণ মানুষ। তাছাড়া কীভাবে ‘Sora’ তৈরি করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে খুব বেশি তথ্যও জানায়নি OpenAI।
তবে 'Sora' টুলের মাধ্যমে কতক্ষণের ভিডিয়ো এডিট করা যাবে, সেটা চ্যাটজিপিটির নির্মাতাদের তরফে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ সোরার তৈরি করা ভিডিয়ো পোস্ট করে OpenAI-র তরফে বলা হয়েছে, ‘সোরা লঞ্চ করা হচ্ছে, আমাদের নয়া টেক্সট-টু-ভিডিয়ো মডেল। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিয়ো তৈরি করতে পারে সোরা। তাতে অত্যন্ত নিখুঁত দৃশ্য, জটিল ক্যামেরার দিক পরিবর্তন এবং বিভিন্ন অনুভূতি মেশানো বিভিন্ন চরিত্র থাকবে।’
OpenAI-র তরফে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তা টোকিয়োর বলে জানানো হয়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে ব্যস্ত শহরের মধ্যে দিয়ে ক্যামেরা যাচ্ছে। সিনেমায় যেমন দৃশ্য থাকে, সেরকম কোনও দৃশ্য মনে হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন। হচ্ছে তুষারপাত। আর কোনও ফুলের পাপড়ি পড়ছে।
আরও পড়ুন: AR Rahman: রজনীকান্তের ছবিতে মৃত ব্যক্তিদের কণ্ঠের গান! কোন মন্ত্রে অসম্ভবকে সম্ভব করলেন রহমান?
সেই ঘোষণার পরে OpenAI-র সিইও স্যাম অল্টম্যানের উদ্দেশ্যে এক নেটিজেন বলেন, 'স্যাম, দয়া করে আমায় গৃহহীন করে দেবেন না।' প্রত্যুত্তরে OpenAI-র সিইও বলেন, 'আপনার জন্য একটি ভিডিয়ো তৈরি করে দেব। আপনার কী চাই?' ওই নেটিজেন বলেন, 'পার্কে দাবা খেলছে একটি হনুমান।' সেইমতো হাই-কোয়ালিটির একটি ভিডিয়ো শেয়ার করে দেখান OpenAI-র সিইও।
কবে ‘Sora’ ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ?
OpenAI-র তরফে জানানো হয়েছে, আমজনতার জন্য সোরা টুল লঞ্চ করার আগে সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ করা হবে। যাতে কোনও ভুয়ো তথ্য, ঘৃণামূলক কনটেন্ট ছড়িয়ে না পড়ে, সেজন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে বলে OpenAI-র তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: AI to hit 40% jobs: বৈষম্য বাড়াবে AI, চাকরিতে নেতিবাচক প্রভাব পড়বে ৪০ শতাংশ মানুষের, সতর্ক করল IMF