
Airtel: যত খুশি নেট চালান! 456 টাকার Unlimited অফারের বিষয়ে জেনে নিন
১ মিনিটে পড়ুন . Updated: 21 Jun 2021, 03:18 PM ISTএই নতুন প্ল্যানে আপনার মোট ডেটা একত্রিত। ফলে, যেদিন বেশি ডেটা প্রয়োজন, সেদিন যত খুশি ব্যবহার করতে পারবেন।
এই নতুন প্ল্যানে আপনার মোট ডেটা একত্রিত। ফলে, যেদিন বেশি ডেটা প্রয়োজন, সেদিন যত খুশি ব্যবহার করতে পারবেন।
Airtel 456 Unlimited Daily Data Plan : সারাদিন যত ইচ্ছা ইন্টারনেট ব্যবহার করুন। নেই কোনও দৈনিক ডেটা লিমিট। সম্পূর্ণ প্ল্যানের মেয়াদে কোনদিন কতটা ডেটা খরচ করবেন, তা থাকবে আপনারই হাতে। এমনই নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান আনল এয়ারটেল।
Airtel-এর 456 টাকার প্রিপেইড প্ল্যান
এর সুবিধা কী?
ধরুন আপনি কোনওদিন একটি গেম ডাউনলোড করবেন। অথবা অনলাইন মুভি দেখবেন। তাই বেশি ডেটা লাগবে। এদিকে ডেটা লিমিট থাকলে দেড়-দু জিবি শেষ হলেই আর ডাউনলোড হবে না। মুভি দেখারও দফারফা।
কিন্তু এই নতুন প্ল্যানে আপনার মোট ডেটা একত্রিত। ফলে, যেদিন বেশি ডেটা প্রয়োজন, সেদিন যত খুশি ব্যবহার করতে পারবেন।
আবার যেদিন ডেটা লাগবে না, সেদিন শুধু শুধু ডেটা ব্যবহার না করে অপচয়ের সম্ভাবনাও নেই।
প্রসঙ্গত, সম্প্রতি Reliance Jio-ও দৈনিক Unlimited প্ল্যান আনে। ফ্রিডম প্ল্যান (Freedom Plan) নামের এই প্ল্যানে মোট ডেটার পরিমাণ নির্দিষ্ট। এবার মেয়াদের মধ্যে যেদিন যত খুশি প্রয়োজনমাফিক ইন্টারনেট ব্যবহার করা যাবে।