বাংলা নিউজ > টেকটক > IRCTC: ট্রেনে বসেই খাবার অর্ডার দিতে পারবেন Swiggy-তে! খেতে হবে না রেলের খাবার

IRCTC: ট্রেনে বসেই খাবার অর্ডার দিতে পারবেন Swiggy-তে! খেতে হবে না রেলের খাবার

ট্রেনে বসেই খাবার অর্ডার দিতে পারবেন Swiggy-তে (PTI)

IRCTC: প্রথম পর্যায়ে, পরিষেবাটি চারটি স্টেশনে পাওয়া যাবে। এই তালিকায় কি বাংলাও রয়েছে!

আর খেতে হবে না রেলের খাবার। ট্রেনে বসেই অর্ডার করে ফেলুন সেরা পছন্দের খাবারটি। গরম গরম তৈরি করে Swiggy দিয়ে যাবে আপনার প্লেটে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) জানিয়েছে এমনটাই। খাদ্য সরবরাহ পরিষেবা সুইগির সঙ্গে তারা চুক্তি স্বাক্ষর করেছে এরইমধ্যে। রেলওয়েতে খাবার সরবরাহের বিষয়ে এই চুক্তি করা হয়েছে। IRCTC বিবৃতিতে জানিয়েছে, ই-ক্যাটারিং পোর্টালের মাধ্যমে আগে থেকে অর্ডার করা খাবার সরবরাহ করার জন্য ভারতীয় রেলওয়ে সুইগির মূল সংস্থা বান্ডল টেকনোলজিস প্রাইভেট লিমিটেড (Bundl Technologies Pvt) এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

  • কীভাবে সুইগিতে অর্ডার দেবেন যাত্রীরা

Swiggy-এর মাধ্যমে ট্রেন ভ্রমণের জন্য অর্ডার দেওয়া হোম ডেলিভারির জন্য অর্ডার করার মতোই সহজ। যাঁরা অনলাইনে খাবার অর্ডার করেননি বা যাঁরা করেছেন, উভয় পক্ষের জন্যই Swiggy ব্যবহার করা একইরকম সহজসাধ্য।

এর জন্য যাত্রীদের কেবল নিজেদের পিএনআর বিশদ লিখতে হবে।

নিজেদের প্রিয় রেস্তোরাঁ এবং খাবার নির্বাচন করতে হবে এবং ট্রেনের মধ্যে তাদের ডেলিভারি অবস্থান বেছে নিতে হবে।

  • IRCTC-Swiggy অংশীদারিত্ব

আপাতত, এই খাবার অর্ডারের পরিষেবাটি প্রথম পর্যায়ে চারটি স্টেশনে চালু করা হবে, যার মধ্যে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম। তবে কবে থেকে এই সুবিধা চালু করা হবে তা এখনও জানা যায়নি। এদিকে ফাইলিংয়ে বলা হয়েছে যে 'শীঘ্রই' এই সুবিধা চালু করা হবে৷

  • IRCTC-Zomato অংশীদারিত্ব

উল্লেখ্য, IRCTC ইতিমধ্যেই Zomato-এর সঙ্গে বিভিন্ন রেলওয়ে স্টেশনে আগে থেকে অর্ডার করা খাবার সরবরাহ এবং ডেলিভারির জন্য হাত মিলিয়েছে। আপাতত, কানপুর, লখনউ, নয়াদিল্লি, প্রয়াগরাজ এবং বারাণসীতে এই পরিষেবা চালু করার গত বছরের অক্টোবরে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

  • লাক্ষাদ্বীপে সুইগি লঞ্চ

সম্প্রতি লাক্ষাদ্বীপের আগত্তি দ্বীপে কাজ শুরুর করেছে Swiggy। সেখানে কাজ করার জন্য প্রথম অনলাইন খাদ্য সরবরাহ পরিষেবা হয়ে উঠেছে এটি। সুইগি এখানকার গ্রাহকদের বিভিন্ন রকমের খাবার সরবরাহ করতে সিটি হোটেল এবং মুবারক হোটেলের সঙ্গে অংশীদারিত্বও করেছে। পরিবেশ বান্ধব সেবা নিশ্চিত করতে সাইকেলে ডেলিভারি করা হবে এখানে। ব্যবহারকারীদের আরও আকৃষ্ট করতে এবং নতুন লঞ্চ প্রচার করার জন্য Swiggy প্রথম অর্ডারে ৫০ শতাংশ আর ১০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড়ও ঘোষণা করেছে।

টেকটক খবর

Latest News

এক বছর পর স্বরাশিতে প্রবেশ দৈত্যগুরুর, শুক্রর কৃপায় ৩ রাশির বাড়বে আয় অক্ষয়ের দেশাত্মবোধক ছবির কাজ করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, মুক্তি কবে? ‘নতুন আশীর্বাদের উদযাপন...’ নিজের বেবিশাওয়ারের ছবি শেয়ার করে কী জানালেন দৃষ্টি ৩৬ রানে ৭ উইকেট! শেষে আফগানদের বিরুদ্ধে আরও বড় লজ্জার মুখে পড়ল দক্ষিণ আফ্রিকা করণের চমক! বাফটা-এমি জয়ী রিয়েলিটি শো-এর ভারতীয় সংস্করণের সঞ্চালনায় ধর্মা কর্ণধার ‌‘‌দু’‌বছরের মধ্যে হবে ঘাটাল মাস্টারপ্ল্যান’‌, শিশু মৃত্যুর খবর পেয়ে ঘোষণা মমতার বক্স অফিসে জাঁকিয়ে লাইন লেগেছে পুরোনো ছবির,কারণ জানিয়ে কী বললেন পরিচালক সঞ্জয় ‘কত কষ্ট করে সন্দীপ কাকার বাবা-মা…’, ডাক্তারি লাটে উঠছে জলদি, খোঁচা জিতুর ওরা করলে লিলা, আর আমরা করলেই বিলা! পিচ বিতর্কে সমালোচকদের ধুয়ে দিলেন গম্ভীর… প্রতিটি পেজারে ৩ গ্রাম বিস্ফোরক, কোডবার্তা আসতেই ব্লাস্ট! এতদিন সেফ ভাবত জঙ্গিরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.