বাংলা নিউজ > টেকটক > অক্টোবরে প্রায় ৫০ লাখ গ্রাহক বাড়াল Jio! লক্ষ-লক্ষ গ্রাহক হারাল Airtel ও Vi

অক্টোবরে প্রায় ৫০ লাখ গ্রাহক বাড়াল Jio! লক্ষ-লক্ষ গ্রাহক হারাল Airtel ও Vi

জুলাই ও নভেম্বরে প্রিপেইড রিচার্জের দাম বৃদ্ধির কারণে এয়ারটেল ও ভোদাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জিও-র পরিষেবা আগের তুলনায় আরও উন্নত হওয়ায় তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বলছেন বিশ্লেষকরা।