কয়েকদিন আগেই দাম বেড়েছে জিও-র রিচার্জের। তবে গ্রাহকদের আকৃষ্ট করতে বছর শেষের প্ল্যান আনল Jio। বেশ কয়েকটি প্ল্যানে অতিরিক্ত সুবিধা দিচ্ছে সংস্থা। তবে শুধু Jio-ই নয়। নতুন বছরের আগে দারুণ অফার দিয়েছিল BSNL-ও।
সময়সীমা জেনে রাখুন :
BSNL-এর অফার ছিল শুক্রবার পর্যন্ত। অর্থাত্ নতুন বছর পড়ার আগেই রিচার্জ করে রাখতে হত। অন্যদিকে, জিও-র ক্ষেত্রে আরও একটু বেশি সময় পাবেন। ২০২২-এর ২ জানুয়ারি পর্যন্ত Jio-র বর্ষশেষ ও নববর্ষের অফার জারি থাকবে।
BSNL ২৩৯৯ টাকার প্ল্যান -
ভ্যালিডিটি(মেয়াদ): এমনিতে ৩৬৫ দিন। কিন্তু বর্ষশেষের অফারে ৪২৫ দিনের ভ্যালিডিটি পাবেন। অর্থাত্ পাক্কা ২ মাস বেশি চলবে। কী কী সুবিধা পাবেন?
এই প্ল্যানে রোজ ৩ জিবি করে ডেটা পাবেন। যেটা কিন্তু একেবারেই মন্দ নয়। সেই সঙ্গে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি করে মেসেজ পাঠানোর সুবিধা তো থাকছেই।
Jio ২৫৪৫ টাকার প্ল্যান -
ভ্যালিডিটি(মেয়াদ): এমনিতে ৩৩৬ দিন। কিন্তু বর্ষশেষের অফারে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। অর্থাত্ অতিরিক্ত ২৯ দিন পাবেন। প্রায় ১ বছরই ধরা চলে।
এর পাশাপাশি এই প্ল্যানে গ্রাহকরা রোজ ১.৫ জিবি করে ডেটা পাবেন। এর পাশাপাশি আনলিমিডেট কলিং এবং প্রতিদিন ১০০ টি করে মেসেজ পাঠানোর সুবিধা তো থাকছেই।
JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো জিও-র অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন।