Jio Special Plan World Cup 2022 : এই প্ল্যানে রিচা... more
Jio Special Plan World Cup 2022 : এই প্ল্যানে রিচার্জ করার জন্য আপনার আগে থেকেই কোনও বেস প্ল্যানে রিচার্জ করা থাকতে হবে। এটি ডেটা অ্যাড অন হিসাবে কাজ করবে। বিশ্বকাপ ফুটবল অনলাইনে দেখার জন্য অতিরিক্ত ডেটা প্রয়োজন। সেই বিষয়টি মাথায় রেখেই এই প্ল্যান সাজানো হয়েছে।
1/5বিশ্বকাপ জ্বরে ভুগছেন সকলে। কাতারে শেষমেশ কে জেতে, সেদিকেই তাকিয়ে সকলে। আর সেই কথা মাথায় রেখেই ফুটবলপ্রেমীদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করল রিলায়েন্স জিও। ২২২ টাকার নতুন 4G ডেটা-অনলি ভাউচার আনল রিলায়েন্স জিও। এটিকে স্পেশাল ফুটবল ওয়ার্ল্ড কাপ ডেটা প্যাক হিসাবে প্রচার করছে সংস্থা। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5এই প্ল্যানে রিচার্জ করার জন্য আপনার আগে থেকেই কোনও বেস প্ল্যানে রিচার্জ করা থাকতে হবে। এটি ডেটা অ্যাড অন হিসাবে কাজ করবে। বিশ্বকাপ ফুটবল অনলাইনে দেখার জন্য অতিরিক্ত ডেটা প্রয়োজন। সেই বিষয়টি মাথায় রেখেই এই প্ল্যান সাজানো হয়েছে। এক নজরে দেখে নিন এই প্ল্যানে কী কী বেনিফিট পাবেন। ছবি : মিন্ট (PTI)
3/5রিপোর্ট অনুযায়ী, জিও-র এই 4G ডেটা ভাউচারে মোট ৫০ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। মেয়াদ ৩০ দিন। ফাইল ছবি : রয়টার্স (PTI)
4/5ফলে প্রতি ১ জিবি জেটা পিছু ব্যবহারকারীদের ৪.৪৪ টাকা করে খরচ হবে। এক্ষেত্রে উল্লেখ্য, এটি ডেটা অ্যাড অন প্ল্যান হিসাবে কাজ করবে। তাই আপার যে বর্তমান বেস প্ল্যান, সেটি শেষ হলে তবেই এই প্ল্যানের থেকে ডেটা ব্যবহার করা হবে। ফাইল ছবি : মিন্ট প্রিন্ট (PTI)
5/5MyJio অ্যাপ বা Jio-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই প্ল্যানে রিচার্জ করতে পারবেন। সম্ভবত শুধু এই ফুটবল ওয়ার্ল্ড কাপের মরশুমেই এই প্ল্যানে রিচার্জ করা যাবে। তবে ওয়ার্ল্ড কাপ শেষের পরেও এর সুবিধা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (PTI)