বাংলা নিউজ >
টেকটক >
Call of Duty ও Candy Crush-এর নির্মাতা সংস্থাকে রেকর্ড অঙ্কে কিনছে Microsoft!
Call of Duty ও Candy Crush-এর নির্মাতা সংস্থাকে রেকর্ড অঙ্কে কিনছে Microsoft!
Updated: 18 Jan 2022, 08:26 PM IST
HT Bangla Correspondent
- বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় গেমের মালিক এই সংস্থা।
1/5জনপ্রিয় ভিডিয়ো গেম নির্মাতা 'অ্যাক্টিভিশন ব্লিজার্ড'-কে কিনে নিচ্ছে মাইক্রোসফট। রেকর্ড ৬৮.৭ বিলিয়ন মার্কিন ডলারে 'অ্যাক্টিভিশন ব্লিজার্ড'-কে কিনছে বিল গেটসের সংস্থা। ফাইল ছবি : মিন্ট প্রিন্ট (MINT_PRINT)
2/5আর তা হবে না-ই বা কেন। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় গেমের মালিক এই সংস্থা। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
3/5'অ্যাক্টিভিশন ব্লিজার্ড'-এর Call of Duty ও Candy Crush-এর মতো গেম কোটি কোটি মানুষ খেলেন। ফাইল ছবি : টুইটার (Twitter)
4/5এছাড়াও সংস্থার 'Overwatch'-এর মতো গেম মার্কিন মুলুকে বেশ জনপ্রিয়। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফটের Xbox গেমিং প্ল্যাটফর্মকে চাঙ্গা করতেই এই বিনিয়োগ। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)
অন্য গ্যালারিগুলি