৯ মে ২০২৩-এ এই গ্রহাণু পৃথিবীর প্রায় ২৫,৯০,০০ মাইল (৪১,৬০,০০০ কিমি) দূরত্ব দিয়ে অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। এই গ্রহাণুর ব্যাস প্রায় ৬০ ফুট। অর্থাত্, প্রায় একটি বাড়ির সমান।
1/5মে মাসে পাঁচটি গ্রহাণু চলে আসবে পৃথিবীর কাছাকাছি। এমনটাই জানিয়েছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি। সেই সম্পর্কে বিস্তারিত শেয়ার করেছে তারা। মঙ্গলবার গ্রহাণু 2023 HG1 ঘণ্টায় প্রায় ৭,২০০ কিলোমিটার বেগে পৃথিবীর কাছ দিয়ে চলে যাবে। এটি আরে একটি মাঝারি বাড়ির সমান। ছবি : টুইটার (Twitter)
2/5৯ মে ২০২৩-এ এই গ্রহাণু পৃথিবীর প্রায় ২৫,৯০,০০ মাইল (৪১,৬০,০০০ কিমি) দূরত্ব দিয়ে অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। এই গ্রহাণুর ব্যাস প্রায় ৬০ ফুট। অর্থাত্, প্রায় একটি বাড়ির সমান। ফাইল ছবি : টুইটার (Twitter)
3/5NASA (ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) জানিয়েছে, আমাদের সৌরজগতের গঠনের পর পড়ে থাকা বাকি, বিচ্ছিন্ন অংশ হল এই গ্রহাণুগুলি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Twitter)
4/5নাসার মতে, সমস্ত গ্রহাণুর আকার এবং আকৃতি একইরকম নয়। গ্রহাণুগুলি সূর্য থেকে বিভিন্ন দূরত্বে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে। কোনও দু'টি গ্রহাণুর মধ্যে মিল নেই। ফাইল ছবি: টুইটার (Twitter)
5/5NASA ক্রমাগত আকাশে পৃথিবীর নিকটস্থ বস্তুর (NEOs) নজরদারি করে। এই ধরনের 'বস্তুর' মধ্যে রয়েছে গ্রহাণু এবং ধূমকেতু। পৃথিবীর কক্ষপথের ৫০ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে এমন সবকিছুই নজরে রাখা হয়। বিজ্ঞানীদের অনুমান, কোটি কোটি গ্রহাণু এবং ধূমকেতু আমাদের সূর্যকে প্রদক্ষিণ করছে। ফাইল ছবি: নাসা (Twitter)