Swiggy-র CEO এবং প্রতিষ্ঠাতা, শ্রীহর্ষ মাজেটি, বৃহ... more
Swiggy-র CEO এবং প্রতিষ্ঠাতা, শ্রীহর্ষ মাজেটি, বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে এই বিষয়ে জানন। তিনি বলেন, নিত্যনতুন প্রযুক্তির বিকাশ, পরিকল্পনামাফিক কাজ করার মাধ্যমে সময়ের সঙ্গে লাভজনক হয়ে উঠেছে সংস্থা। শ্রীহর্ষ মাজেটি জানালেন, এক সময়ে অনেকেই ফুড ডেলিভারি ব্যবসার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করেছেন।
1/5লাভের মুখ দেখল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggy। মার্চ ২০২৩-এ মুনাফা করেছে সংস্থা। ফুড ডেলিভারি অ্যাপের ব্যবসায় বহুদিন ধরে লড়াইয়ের পর, অবশেষে সাফল্য পেল সংস্থা। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (PTI)
2/5Swiggy-র CEO এবং প্রতিষ্ঠাতা, শ্রীহর্ষ মাজেটি, বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে এই বিষয়ে জানন। তিনি বলেন, নিত্যনতুন প্রযুক্তির বিকাশ, পরিকল্পনামাফিক কাজ করার মাধ্যমে সময়ের সঙ্গে লাভজনক হয়ে উঠেছে সংস্থা। শ্রীহর্ষ মাজেটি জানালেন, এক সময়ে অনেকেই ফুড ডেলিভারি ব্যবসার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করেছেন। ফাইল ছবি: সুইগি (PTI)
3/5আমরা টায়ার টু এবং টায়ার থ্রি মার্কেটে ভাল ট্র্যাকশন পেয়েছি। আমাদের টিম সুইগিকে আরও উন্নত করার বিষয়ে এবং রেস্তোরাঁর পার্টনারদের সঙ্গে আগের চেয়েও বেশি সমন্বয় করেছে সংস্থা। এমনটাই জানালেন তিনি। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/5আগামিদিনে ভারতের বাইরেও খাবার, খাদ্য সরবরাহ করার বিষয়ে এগোতে চাইছে সংস্থা। আগামী দুই দশকে বৃদ্ধি নিয়ে সংস্থা আশাবাদী বলে জানিয়েছেন CEO। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই এবং লাইভমিন্ট) (PTI)
5/5Instamart-এর অধীনে তার কুইক-কমার্সের সেগমেন্টেও মুনাফার বিষয়ে এগিয়ে চলেছে সুইগি। ২০১৪ সালে সুইগি ফুড ডেলিভারির সেগমেন্টে প্রবেশ করে। ফাইল ছবি: মিন্ট (PTI)