ইতিমধ্যে ভারতের বাজারে সাড়া ফেলেছে ওলার এসওয়ান সিরিজের ইলেকট্রিক স্কুটার। এবার বিদেশেও রফতানির পরিকল্পনা করছে ওলা। সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল নিশ্চিত করেছেন যে আগামী বছরের গোড়ার দিক থেকেই আমেরিকায় ওলা ইলেকট্রিক এসওয়ান সিরিজের স্কুটার পাঠানো হতে পারে।
সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী ভাবিশকে প্রশ্ন করেন যে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে কবে ওলা ইলেকট্রিক এসওয়ান সিরিজের স্কুটার মিলবে? প্রত্যুত্তরে ওলার সিইও ভাবিশ বলেন, 'হ্যাঁ, শীঘ্রই। আগামী বছরের গোড়ার দিকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাব।' যে সংস্থার ইলেকট্রিক স্কুটার তৈরির কারখানার প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়ে এসেছে। তাহলে বছরে ২০ লাখ স্কুটার তৈরি করা যাবে। পুরোপুরি কারখানার কাজ শেষ হলে সেই সংখ্যাটা পৌঁছে যাবে ১০ কোটিতে।
গত ১৫ অগস্ট ভারতীয় বাজারে এসওয়ান এবং এসওয়ান প্রো এনেছে ওলা ইলেকট্রিক। দেশের বিভিন্ন প্রান্তে ভর্তুকির কারণে বিভিন্ন রাজ্যে সেই স্কুটারের দাম ভিন্ন পড়ছে। ১০ টি রঙে মিলবে ওলার ইলেকট্রিক স্কুটার। সংস্থার তরফে জানানো হয়েছে, ছ'ঘণ্টায় চার্জ হয়ে যাবে। আছে 750W পোর্টেবল চার্জার। অথবা ওলা সুপার চার্জারের মাধ্যমে ১৮ মিনিটে ওলা ইলেকট্রিক স্কুটারের চার্জ শূন্য থেকে ৫০ শতাংশ হবে। সেই চার্জে ৭৫ কিলোমিটার রাস্তায় অতিক্রম করা যাবে। ওলা এসওয়ান প্রো স্কুটার পুরো চার্জে ১৮১ কিলোমিটার যেতে পারবে। অন্যদিকে, পুরো চার্জে ওলা এসওয়ান স্কুটার ছুটতে পারবে প্রায় ১২০ কিলোমিটার। গতির নিরিখে তিনটি রাইড মোড আছে ওলা এসওয়ান প্রো স্কুটারের। মাত্র তিন সেকেন্ডে সেই স্কুটারের গতিবেগ ৪০ কিমি/ঘণ্টায় পৌঁছে যাবে।