সত্যি বলতে ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে শুধু স্পেসিফিকেশনই সব নয়। ব্র্যান্ড ভ্যালুও ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ। আর সেখানেই সবার থেকে এগিয়ে অ্যাপেল। আর তার ঠিক পরেই স্যামসাং। তাদের সঙ্গে প্রতিযোগীতায় শাওমি এঁটে উঠবে?
নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করল Xiaomi। প্রকাশিত হল Xiaomi 12 Pro। কিন্তু iPhone, Samsung-এর ফ্ল্যাগশিপ মডেলের সঙ্গে কি শাওমি টেক্কা দিতে পারবে?
সত্যি বলতে ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে শুধু স্পেসিফিকেশনই সব নয়। ব্র্যান্ড ভ্যালুও ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ। আর সেখানেই সবার থেকে এগিয়ে অ্যাপেল। আর তার ঠিক পরেই স্যামসাং। ওয়ান প্লাস এক সময়ে অনেকটা এগিয়ে গেলেও ইদানিং সেই ক্রেজটা কিছুটা হ্রাস পেয়েছে। ফলে সেই শূন্যস্থানে প্রবেশের মরিয়া চেষ্টা করছে শাওমি।
এমনিতে শাওমি বলতে সবাই বাজেট বা মিড-সেগমেন্ট স্মার্টফোনই ভাবেন। কিন্তু আইফোনের সমান দামের শাওমি সচরাচর ভাবেন না। এমন এক বাজারে এত দামি ফোন আনার ক্ষেত্রে শাওমি যে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে, তা বলাই বাহুল্য। আগামিদিনে এই প্রচেষ্টায় লাভ হয় কিনা, তা সময়ই বলবে।
এক নজরে দেখে নিন Xiaomi 12 Pro-র দাম, স্পেসিফিকেশন:
RAM : ৮ / ১২ GB
Internal Memory : ২৫৬ / ২৫৬ GB
Processor : স্ন্যাপড্র্যাগন 8 জেন 1
ব্যাটারি : ৪,৬০০ mAh, স্পেশাল 120 W ফাস্ট চার্জার (মাত্র ১৮ মিনিটে 0-100% চার্জ)