দীপাবলিতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভেচ্ছাবার্তা দিচ্ছেন। আর সেই একই পন্থায়, কিছুটা অন্যরকম পোস্ট করল ফুড ডেলিভারি সংস্থা Zomato । কোভিড মহামারীতে স্বজনহারাদের পরিবারদের উদ্দেশে বার্তা দিল সংস্থা।
'আমরা জানি যে এখনই আনন্দ করার পক্ষে খুবই শীঘ্র হতে পারে। কিন্তু আপনি শীঘ্রই আবার আনন্দ ফিরে পান, আমরা এই কামনা করি,' দীপাবলিতে টুইটে লিখেছে Zomato৷
টুইটে আরও বলা হয়েছে, 'যেসব বাড়িতে এই বছর আলো জ্বলেনি, যেখানে মিষ্টি তাদের স্বাদ হারিয়ে ফেলেছে... যেখানে বছরের শুরুতেই অঘটন হওয়ায় এখন প্রতিটি আনন্দই ছোট মনে হচ্ছে...'
Zomato পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে, নেটিজেনরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছেন। জোমাটোকে তাঁদের কথা মনে রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
দেখুন Zomato-র সেই টুইট :
এখনও পর্যন্ত টুইটটিতে ২৫ হাজার লাইক এবং ২৪৫টি কমেন্ট পড়েছে। বলাই বাহুল্য, বেশ ভাইরাল হয়েছে টুইটটি। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'ধন্যবাদ জোমাটো। আমার মা গত বছরও প্রদীপ জ্বালিয়েছিলেন। তার ৩ মাস পরেই তিনি আর নেই।'
অন্য একজন ব্যবহারকারী বলেছেন, 'বাবাকে ছাড়া প্রথম দীপাবলি... আপনাদের লেখা প্রতিটি লাইন অনুভব করতে পারছি। কিছু জিনিস আর কখনও আগের মতো হবে না... কিন্তু এই পোস্টের জন্য ধন্যবাদ।'