Updated: 24 Feb 2022, 10:03 PM IST
লেখক Sritama Mitra
রাজপুর সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কং... more
রাজপুর সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের হয়ে এদিন প্রচার করেন লাভলি মৈত্র। দলের এই বিধায়কের উপস্থিতিতে প্রচার পর্ব ঘিরে ছিল বহু নেতা কর্মীর উপস্থিতি। এদিকে, পুরভোটের প্রচারের মধ্যেই রাজ্য সরগরম রয়েছে আনিস খানের হত্যাকাণ্ড নিয়ে। বিষয়টি ঘিরে অভিযোগের আঙুল উঠেছে বিভিন্ন দিকে। হাওড়া গ্রামীণের পুলিশমহলের দিকেও বহু বিরোধী দল আঙুল তুলেছে। উল্লেখ্য, হাওড়া গ্রামীনের সৌম্য রায় সম্পর্কে তৃণমূল বিধায়ক লাভলির স্বামী।