দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দলের (সেকুলার) প্রধান এইচডি দেবগৌড়ার পৌত্র প্রজ্জ্বল রেভান্নাকে ঘিরে সাম্প্রতিক সময়ে তোলপাড় শুরু হয়েছে কর্ণাটকের রাজনীতি। উল্লেখ্য, সম্প্রতি প্রজ্জ্বলের বেশ কিছু অশ্লীল ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়িতে কাজ করা এক মহিলাকে টানা তিন বছর যৌন হেনস্থা করেছিল প্রজ্জ্বল। হাসানের বিদায়ী সাংসদ অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার এই গোটা বিতর্কে নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলল জেডিএস এবং বিজেপি। এই প্রসঙ্গে মুখ খুলেছেন দেবেগৌড়ার ছেলে তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। তাঁর কথায়, 'দোষীকে ক্ষমা করার কোনও প্রশ্নই ওঠে না। যে ভুল করেছে, তাকে আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে। আমি হই কি দেবেগৌড়া, আমরা সবসময় মহিলাদের সম্মান করেছি। তাদের তরফ থেকে কোনও অভিযোগ উঠলে, সেই সমস্যা সমাধানের চেষ্টা করেছি।' (আরও পড়ুন: কংগ্রেসকে 'নকশাল' আখ্যা মোদীর, সম্পত্তি পুনর্বণ্টন নিয়ে স্পষ্ট করলেন অবস্থান)
আরও পড়ুন: হাওড়াগামী ট্রেনের ব্রেকে যান্ত্রিক গোলযোগ, কালো ধোঁয়ায় চরম আতঙ্কিত যাত্রীরা
এদিকে কর্ণাটক সরকার ইতিমধ্যেই প্রজ্জ্বলের ভাইরাল ভিডিয়ো কাণ্ডে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের ঘোষণা করেছে। এই প্রসঙ্গে দেবেগৌড়ার ছেলে বলেন, 'বিশেষ তদন্তকারী দল এই গোটা ঘটনার সত্যতা সামনে আনবে। এই বিষয়ে আমার আর মাথা ঘামানোর কিছু নেই।' এদিকে তদন্তকারী দল প্রসঙ্গে জেডিএস নেতা জিটি দেবেগৌড়া বলেন, 'তদন্তকারী দল গঠন করায় সরকারের কোনও ভুল দেখছি না আমি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে বসব। প্রজ্জ্বলের ঘটনায় কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। তবে আমরা এই এসআইটি গঠনের বিষয়টিকে স্বাগত জানাচ্ছি।'
আরও পড়ুন: 'মুসলিমরাই সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করে', জনসংখ্যা বিতর্কে মোদীকে জবাব ওয়াইসির
এদিকে জোটসঙ্গী দলের বিদায়ী সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বিজেপিও দায় ঝেড়ে ফেলেছে। এই বিষয়ে কর্ণাটক বিজেপির মুখ্য মুখপাত্র এস প্রকাশ বলেন, 'দল হিসেবে আমাদের এই ভিডিয়ো নিয়ে কোনও সম্পর্ক নেই। রাজ্য সরকারের এসআইটি তদন্ত নিয়েও আমাদের কিছু বলার নেই।'
উল্লেখ্য, হাসানের বিদায়ী সাংসদকে প্রজ্জ্বলকে এবারও সেই কেন্দ্র থেকে প্রার্থী করেছিল জেডিএস। কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে জোটসঙ্গী জেডিএস-কে ৩টি আসন ছেড়েছিল বিজেপি। তার মধ্যে অন্যতম হাসান। সেই আসন থেকে দেবেগৌড়ার মেজো ছেলে এইচডি রেভান্নার ছেলে প্রজ্জ্বলকে টিকিট দিয়েছিল জেডিএস। অন্যদিকে নিজের ছোট ছেলে তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে মান্ড্য থেকে প্রার্থী করেছে জেডিএস। তবে এই সেক্স ভিডিয়ো বিতর্কের জেরে বেশ চাপে পড়ে গিয়েছে জেডিএস। অপরদিকে জেডিএস নেতার এই বিতর্ক থেকে হাত ধুয়ে ফেলতে মরিয়া পদ্ম শিবির।