Updated: 09 Mar 2022, 09:27 PM IST
লেখক Sritama Mitra
২০২২ সালের অন্যতম ব্লকবাস্টার হতে পারে বলে মনে করা হচ্ছে, 'বচ্চন পাণ্ডে'-কে! এদিকে, অক্ষয় অভিনীত এই ছবির জোরদার প্রচার শুরু হয়ে গিয়েছে। সদ্য মুম্বইতে ফিল্মের কো-স্টার কৃতী শ্যাননের সঙ্গে ছবির প্রোমোশনে দেখা যায় অক্ষয়কে। প্রমোশনে ডেনিম লুকে যতটা ড্যাশিং অক্ষয়, ততটাই ফ্লোরাল শাড়িতে উজ্জ্বল কৃতী। অফস্ক্রিনে এই জুটিকে সামনে পেয়ে ঘিরে ফ্ল্যাশবাল্বের ঝলকানির অভাব নেই। আপাতত অপেক্ষা অনস্ক্রিনে এই জুটির হিট হওয়ার।