বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: পঞ্চায়েত ভোটের দামামা বেজেছে! সিঙ্গুরে টাটাদের কারখানা নিয়ে কী বললেন মমতা?
Updated: 19 Oct 2022, 07:59 PM IST
লেখক Sritama Mitra
সামনেই পঞ্চায়েত ভোট। বছর ঘুরতেই তা নিয়ে জোরালো রব শোনা যাবে। এদিকে আজ শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বহু বিষয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বাংলার ঐক্য নিয়ে একাধিক বার্তা দেন। মমতা বলেন, 'উত্তর ও দক্ষিণ বঙ্গ মিলিয়ে বাংলা।' তিনি সাফ জানান, 'কোনও ভাগাভাগি নয়, সবাই ভালোভাবে কাজ করুন।'এরপরই বাংলায় শিল্প প্রসঙ্গে মুখ খোলেন মমতা। তিনি উত্তরবঙ্গে পর্যটন ইস্যুতে বক্তব্য রাখেন। সেখানে ট্যুরিস্ট স্পটগুলো নিয়েও নানান বক্তব্য রাখেন তিনি। এরপরই সিঙ্গুরে টাটাদের কারখানা প্রসঙ্গে মুখ খোলেন মমতা। উঠে আসে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ। মমতা বলেন, 'টাটাকে আমি তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম।'