Updated: 01 Aug 2023, 08:47 PM IST
লেখক Ayan Das
টাকির স্কুলের কেমিস্ট্রির ল্যাবরেটরিতে অ্যামোনিয়ার জার ফেটে বিপত্তি। অসুস্থ হয়ে পড়লেন শিক্ষক-সহ ১০ ছাত্রী। তার ফলে চোখ জ্বালা করতে থাকে শিক্ষক ও ছাত্রীদের। কয়েকজনের কিছুটা শ্বাসকষ্ট হয়। উত্তর ২৪ পরগনার টাকি ষষ্ঠীচরণ নীলমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে সেই ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -