Updated: 31 Dec 2023, 03:50 PM IST
লেখক Abhijit Chowdhury
কেন্দ্রের নতুন পরিবহণ নীতির প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ডানকুনি টোল প্লাজা থেকে কিছুটা দূরে অবরোধ শুরু করেন ট্রাক চালকরা। টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় ট্রাক চলাচল। বছরের শেষ দিন অনেকেই কলকাতার বাইরে যাচ্ছিলেন। আবার অনেকে কলকাতায় আসছিলেন। রাস্তায় অবরোধে আটকে পণ্ড হয় তাদের ছুটির আনন্দ।