Ganesh Puja 2023 in Kolkata: ‘চন্দ্রপৃষ্ঠে’ গণেশ ঠাকুর, উড়ছে তেরঙা, কলকাতার পুজোয় সুপারহিট ‘চন্দ্রযান-৩’
Updated: 19 Sep 2023, 11:43 PM ISTএবার কলকাতার একাধিক গণেশ পুজো মণ্ডপ সেজে উঠেছে চন্দ্রযান-৩ মিশনের আদলে। তেমনই একটি হল বাগুইআটির এক্সজিকিউটিভ প্যালেস কমপ্লেক্সের গণেশ পুজো। গণেশ ঠাকুরের মূর্তির একপাশে রকেটের মডেল এবং ল্যান্ডার বিক্রমের মডেল রাখা হয়েছে। চন্দ্রপৃষ্ঠের ছবি তুলে ধরেছেন উদ্যোক্তারা। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -